• সারাদেশ

    খালেদা জিয়া ও তারেক রহমান এর জন্য চেয়ার খালি রেখে বরিশালে গণসমাবেশ শুরু

      প্রতিনিধি ৫ নভেম্বর ২০২২ , ৫:৫৮:১৯ প্রিন্ট সংস্করণ

     

     

    আহসান, বিশেষ প্রতিবেদন

     

    বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য মঞ্চের মাঝখানে চেয়ার খালি রেখে বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে।

    আজ শনিবার সকাল ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াত শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘয়ু কামনা করা হয় কোরআন তেলাওয়াত শেষে।

    সেই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ প্রয়াত এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিহত নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। এর পরপরই ব্যক্ত শুরু করেন স্থানীয় নেতারা।

    বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক এর সভাপতিত্বে শুরু হওয়া গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    এছাড়া এনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মঈন খান, আমির খসরু মাহামুদ, বেগম সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন, ডা. এজেডএম জাহিদ হাসান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, হাবিব উন নবী খান সোহেল, ইসরাক হোসেনসহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেবেন। তবে অতিথিবৃন্দ এখনো মঞ্চে এসে পৌঁছাননি।

    এছাড়া সমাবেশ সঞ্চালনা করছেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব ও বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলর মীর জাহিদুল কবির জাহিদ।

    শুরুতে স্থানীয় বক্তারা বলেন, আমরা আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো। আম‌াদের এ আন্দোলন গণতন্ত্র পুণরুদ্ধারের আন্দোলন বলে উল্লেখ করেন তারা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ