• সারাদেশ

    বেড়া উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

      প্রতিনিধি ১২ নভেম্বর ২০২২ , ৪:০৮:১৪ প্রিন্ট সংস্করণ

     

    আলমগীর হুসাইন অর্থ:

    বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বাবুর বিরুদ্ধে মামলার প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে নগরবাড়ি ঘাটে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পুরান ভারেঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেনী পেশার প্রায় ৬-৭ হাজার মানুষ অংশ গ্রহণ করেন।

     

    পুরান ভারেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এ এম রফিকউল্লাহ’ র সভাপতিত্বে ও জাতসাখিনী ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রহমান এর সঞ্চালনায় মানববন্ধন পরবর্তী বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, আমিনপুর থানা আওয়ামী লীগের সহ সভাপতি সুসমা রানী সাহা, জাতসাখিনী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাজাহান আলী শেখ সাজু, জাতসাখিনী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এস এম ফজলুল হক, জাতসাখিনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিবর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ।

     

    মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা রেজাউল হক বাবু কে একজন সৎ ও প্রতিষ্ঠিত রাজনীতিবীদ উল্লেখ করে তার বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানোর পাশাপাশি আঙুরী কে জড়িয়ে যারা এই ষড়যন্ত্রে লিপ্ত তাদের কঠোর শাস্তির দাবি করেন। এ সময় উপস্থিত জনতার স্লোগানে মুখরিত হয় নগরবাড়ি ঘাট।

     

    উল্লেখ্য, গত বুধবার (৯ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহর আদালতে মোছাঃ আঙুরী খাতুন বাদী হয়ে তার মেয়ে রুপা খাতুন কে ধর্ষন ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এনে বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বাবু সহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ২৯ ডিসেম্বর পিবিআইকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ