প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২২ , ৩:৪১:৩৫ প্রিন্ট সংস্করণ
বরিশাল ব্যুরো চিফ
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সহকারী সেটেল্টমেন্ট অফিসারের বিসি, বাচ্চুরাম শাহা’র নারী কেলেঙ্কারি; ঘুস ও নগদ লেনদেনের ভিডিও গণমাধ্যমের হাতে এসেছে, বোরহানউদ্দিন উপজেলা সহকারী সেটেল্টমেন্ট অফিসারের বিসি, বাচ্চুরাম শাহা’র নারী সাথে অনৈতিক কাজের সময় হাতে নাতে ধরা পরেন এবং সেই নারীর সাথে অবৈধ সম্পর্ক্যে জড়িয়েছেন। বলে জানানা প্রত্যক্ষদর্শী রা,বোরহানউদ্দিন উপজেলার একটি ভারা বাসায় কাচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মালে গো বাড়ী, পিতাঃ জাব্বার মালের মেয়ের সাথে তিনি একই রুমে..লেখার অযোগ্য শব্দ.. অবস্থায় ধরা পড়েন।বোরহানউদ্দিন উপজেলা সহকারী সেটেল্টমেন্ট অফিসারের বিসি, বাচ্চুরাম শাহা’র বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। একাধিক নারীর সাথে অনৈতিক সম্পর্ক গড়া, নিয়ম বহিভূত ভাবে ভুমি মালিকের সাথে প্রতারনা করে অবৈধ কাগজ পত্র তৈরী করা। যা রাষ্ট্রীয় অপরাধ হিসেবে গন্য বলে জানান সংশ্লিষ্টরা, সেবাভূগীদের কাছ থেকে অবৈধ ভাবে অর্থিক সুবিধা নিয়ে অবৈধ কাগজ তৈরি করে দেওয়া সহ উক্ত নারী কেলেঙ্কারির ঘটনায় রাতের অন্ধকারে পালিয়ে বরিশাল গিয়েছেন তিনি, বলে জানা যায় বোরহানউদ্দিন উপজেলা সহকারী সেটেল্টমেন্ট অফিসারের বিসি, বাচ্চুরাম শাহা সহ অফিসের পিয়ন আকবরের মাধ্যমেও টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। যদিও বোরহানউদ্দিন উপজেলা সহকারী সেটেল্টমেন্ট অফিসের পিয়ন আকবরের মাধ্যমে যারা যারা কাজ করেছে তাদের কিছু কিছু কাজ হয়েছে।
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার সেটেল্টমেন্ট অফিসের নারী কেলেঙ্কারি, অনিয়ম, ঘুস ও দূর্নীতি সম্পর্কে জানতে ও বোরহানউদ্দিন উপজেলা সহকারী সেটেল্টমেন্ট অফিসারের বিসি, বাচ্চুরাম শাহা বক্তব্য জানতে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি মুঠোফোন রিসিভ করেন নি।
বিষয়টি সম্পর্কে জানতে, বোরহানউদ্দিন উপজেলার সেটেল্টমেন্ট অফিসার তোফাজ্জল হোসেনকে, মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার জন্য ফোন করলে, তিনি বলেন – আমি অফিসে নেই। আমি সোমবার অফিসে এসে কথা বলবো।
এদিকে, স্থানীয়দের অভিযোগ বোরহানউদ্দিন উপজেলা সেটেল্টমেন্ট অফিসে লেভাস ধারী কর্মকর্তারা ঘুষ ছাড়া কোন কাজই করেন না। দাঁড়ী টুপি মাথায় দিয়ে লেভাস ধারন করে অনৈতিক ভাবে সেবা ভূগীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা।এ বিষয় আরো জানতে
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুন্নী ইসলাম কে একাদিক বার কল করা হলে তিনিও মুঠোফোন রিসিভ করেন নি,