প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২২ , ১১:২৮:৩৮ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদকঃ
কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের শিক্ষার্থীর বিরল মানবিক দৃষ্টান্ত। কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের ৮ম শ্রেনির ছাত্র শ্রী লিয়ন কুমার মদক কাশিনাথপুর ফুলবাগান সংলগ্ন মাছ বাজারে একটি আইটেল মোবাইল পরিত্যক্ত অবস্থায় পেয়ে ফোনের মালিকের সন্ধান করে ও কাশিনাথপুর বিজ্ঞান স্কুলে এসে মোবাইলের মালিকের কাছে তা হস্তান্তর করে।
ভাটিকয়া চড়পাড়ার বাসিন্দা টিপু শেখকে মোবাইল হস্তান্তর করা হয়। টিপু শেখ একজন মাছ ব্যবসায়ি। তিনি প্রতিদিন কাশিনাথপুর বাজারে মাছ বিক্রি করেন। তিনি মোবাইল ফোনটি পেয়ে অনেক খুশি হন। তিনি বিজ্ঞান স্কুলের শিক্ষার্থীর সততা দেখে মুগ্ধ হন। তিনি জানান প্রতিনিয়ত আমার কাজে ব্যস্ততার কারনে মোবাইল হারায় কিন্তু হারানো মোবাইল আর ফেরত পাইনা। কিন্তু আজ হারানে মোবাইল পেয়ে আমি অনেক খুশি। তিনি বিজ্ঞান স্কুলের প্রতিটি শিক্ষার্থীর মঙ্গল কামনা করেন।
উল্লেখ্য শ্রী লিয়ন কুমার মদক পিতা কাশিনাথপুর দাদা ভাই মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী শ্রী পরুতোষ চন্দ্র মদক।
ছেলেটির সততায় মুগ্ধ হয়ে কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক জনাব জাহিদুল ইসলাম জাহিদ বলেন আমরা অত্র বিদ্যালের শিক্ষার্থীদের শুধু মাত্র পুথিগত শিক্ষাই প্রদান করিনা। তাদেরকে আর্দশ মানুষ হিসেবে গড়ে তুলতে মনুষ্যত্ব, নমনীয়তা, সততা, নিষ্ঠার সাথে শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হয়।
তিনি ঐ শিক্ষার্থীর ভুয়সী প্রশংসার সাথে উক্ত শিক্ষার্থীর ভবিষ্যৎ মঙ্গল কামনা করেন।