• সারাদেশ

    রাণীনগর ব্লাড ডোনার ক্লাব(আরবিডিসি)এর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২২ , ৬:৪৪:১৭ প্রিন্ট সংস্করণ

    শহিদুল ইসলাম,স্টাফ রিপোর্টার:

    নওগাঁ জেলার রাণীনগর থানায় গড়ে উঠা একটি সামাজিক, অরাজনৈতিক এবং সেচ্ছাসেবী সংগঠন ” রাণীনগর ব্লাড ডোনার ক্লাব(RBDC) এর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) উপজেলা অডিটোরিয়ামে মানবিক সংগঠন টি বার্ষিক সম্মেলন উৎযাপন করেছে।

     

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃআনোয়ার হোসেন হেলাল এমপি। উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা মোঃ আব্দুর রউফ দুলু- উপজেলা চেয়ারম্যান, মোঃ শাহাদাত হুসেইন উপজেলা নির্বাহী অফিসার, সেলিম রেজা অফিসার ইনচার্জ(তদন্ত),রাণীনগর মডেল থানা,

    প্রতিষ্ঠাতা প্রধান ডা. ফরিদ এইচ খান সহ আরো অনেকেই।

     

    সংসদ সদস্য মোঃআনোয়ার হোসেন হেলাল বলেন, মানবতার টানে নির্ভীক সাহসীকতায় এগিয়ে আসা সংগঠনদের মধ্য সবচেয়ে আদর্শ সংগঠন হলো রাণীনগর ব্লাড ডোনার ক্লাব এর মত কিছু সেচ্ছাসেবী সংগঠন।

     

    উপজেলা নির্বাহী অফিসার,সেলিম রেজা বলেন, মানুষ নিজেকে সার্থক বা সফল বলতে পারে ঐ সময় যখন সে নিজের জন্য না কাজ করে দশের জন্য করে।

     

    রাণীনগর ব্লাড ডোনার ক্লাব এর প্রতিষ্ঠাতা ডাঃ মোঃ ফরিদ এইচ খান বলেন, সফল হবার পড়ে সাফল্যের ভাগিদার সবাই হতে পারে কিন্তু এর পেছনে যে ত্যাগ, তুচ্ছতাচ্ছিল্য কে উপেক্ষা করে কীভাবে মনের জোড় ও সৃষ্টিকর্তা সাহায্যে অদম্য সাফল্য অর্জন করা যায় যা সংগঠনের ছেলে-মেয়েরা করে দেখিয়েছে।

     

    অনুষ্ঠান শেষে অতিথি ও নির্ভিক রক্তদাতা ও নিরলস পরিশ্রমী তরুণদের কে সংবর্ধনা দেওয়া হয়,এর পর মধ্যাহ্নভোজ শেষ করে বিকালের শুরু হয় ব্লাড ক্লাব এর সদস্য দের নিয়ে সংস্কৃতিক অনুষ্ঠান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ