প্রতিনিধি ১ জানুয়ারি ২০২৩ , ৫:৪০:০৭ প্রিন্ট সংস্করণ
মোঃ মুক্তাদির হোসেন
আল্লাহর অসীম রহমতে সব সংকীর্ণতা পরাভূত হোক এবং সবার জীবনে আসুক অনাবিল সুখ,শান্তি ও সমৃদ্ধি এই প্রার্থনা করি মহান আল্লাহর কাছে।
প্রকৃতির নিয়মেই নতুন বছর মানুষের মনে নতুন আশার প্রদীপ শিখা জ্বলে এবং নব উদ্যােমে সুন্দর আগামীর পথচলায় অনুপ্রেরনা যোগায়। তাই নতুন বছর 2023 সবার জীবনে বয়ে আনুক আলোর নতুন অধ্যায়। দৈনিকপ্রথম সূর্যোদয় পত্রিকার পক্ষ থেকে এবং কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সকলকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা । নতুন বছর পথচলায় সকল সাংবাদিক, কলাকৌশলী,পাঠক, হকার সুধীজনসহ এবং দেশ বাসীকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা। সবাইকে মহান রাব্বুল আলামিনের অনুপম কৃপায় আন্তরিক ভাবে দোয়া ও ফুললে শুভেচ্ছা জানাচ্ছি। শুভ হোক আপনাদের নতুন বছরের পথ চলা।
শুভ হোক আপনাদের আগামীর পথ চলা।