প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৩ , ৫:৪৭:৩৯ প্রিন্ট সংস্করণ
সিরাজগঞ্জে একটি ভ্যানে বাসের ধাক্কায় এক মাছ ব্যবসায়ী নিহত ও আরও চারজন আহত হয়েছেন।
শনিবার (৭ জানুয়ারী) ভোর পাঁচটার দিকে শহরের নিউমার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত কানাই হালদার (২৮) জেলার রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামের রামপ্রসাদ হালদারের ছেলে। আহতরা হলেন একই গ্রামের বিজয় হালদারের ছেলে রামপ্রসাদ হালদার (৪০), মনেশ্বর হালদারের ছেলে পরি হালদার (৪৫) ও আরও কয়েকজন।
পুলিশ জানায়, সকালে রায়গঞ্জ থেকে ভ্যানে শহরের মালশাপাড়া এলাকায় মাছ ধরার জন্য জাল নিয়ে ভ্যানে করে শহরের দিকে আসছিলেন তারা। এসময় নিউ মার্কেটের সামনে দ্রুতগামী একটি অজ্ঞাত বাস পিছন থেকে ভ্যানটিতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কানাই হালদার নিহত হন এবং বাকি চার জেলে আহত হন। দুর্ঘটনা ঘটিয়ে বাসটি দ্রুত পালিয়ে যায়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, আহতদের স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে রামপ্রসাদ ও পরির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে বগুড়ায় স্থানান্তর করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।