• সারাদেশ

    পাহাড়ে হঠাৎ বিস্ফোরণ, বাবা ছেলের মৃত্যু

      প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২৩ , ১০:০৬:০৯ প্রিন্ট সংস্করণ

     

    রাঙ্গামাটিতে হঠাৎ বিস্ফোরণে বাবা ও ছেলের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

     

    এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিস্ফোরণ সম্বন্ধে কিছু জানা যায়নি। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, সেনা বাহিনীর বিশেষজ্ঞ দল আসছে। তারপর পরীক্ষা করে বিস্তারিত জানা যাবে।

     

    রোববার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলার কাপ্তাই উপজেলার চার নং কাপ্তাই ইউনিয়নের চার নং ওয়ার্ডের বাদশা মিয়ার টিলা এলাকা এ বিষ্ফোরণের ঘটনা ঘটে।

     

    নিহতরা হলেন- মো. ইসমাইল মিয়া (৪৫) ও তার ছেলে মো. রিফাত (৭)। আহত গৃহবধূর নাম মোছা. সখিনা বেগম (৩৫)। তারা সবাই ওই টিলার বাসিন্দা।

     

    বিস্ফোরণ ও মৃত্যুর খবরটি জানিয়েছেন চার নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ। তবে বিস্ফোরণটির সূত্র নিশ্চিত করতে পারেননি তিনি।

     

    কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ওমর ফারুক রনি জানান, বিস্ফোরণের ঘটনায় বাবা ও ছেলেকে হাসাপাতালে আনার আগেই তারা মারা গেছেন। এছাড়া দগ্ধ গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

     

    ঘটনাস্থল থেকে কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীন জানান, সেনাবাহিনীর একটি বিস্ফোরক দল আসছেন। তারা আসার পর পরীক্ষা করে বিস্তারিত বলা যাবে।

     

    এ বিষয়ে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব জানান, ঘটনাস্থলে গিয়ে কিছু বিস্ফোরক দ্রব্যের ক্লিপ পাওয়া গেছে। এতে ধারনা করা হচ্ছে- ঘটনায় নিহত লোকটি নৌকা নিয়ে সেনাবাহিনীর অস্ত্র মহড়া চলে এমন জায়গায় গিয়েছিলেন। সেখান থেকে লোহা ভেবে কিছু কুড়িয়ে এনেছিলেন, যেগুলোর আজ বিস্ফোরণ হয়েছে। সেখানে কিছু ওই লোহার অংশ পাওয়া গেছে। এছাড়া ঘটনাস্থলে ফায়ার ব্রিগেডের তদন্ত টিম আসবে। তারা এলে বিস্তারিত বলা যাবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ