প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২৩ , ৯:৪৯:৪৬ প্রিন্ট সংস্করণ
গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের অসহায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরন করেন ঢাকা নুরুল কুরআন ফাউন্ডেশন।
আয়েশানআমিন ফাউন্ডেশনের অর্থায়নে ৮৫/ হাজারীবাগ মডেল টাউন ঢাকা অবস্থিত নুরুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আব্দুল হালিম আজহারীর সহযোগিতায় পৌরসভার ৭নং ওয়ার্ডের অসহায় শীতার্থ মানুষের মাঝে এই কম্বল বিতরন করেন।
কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন নুরুল কুরআন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা মোজাহিদুল ইসলাম আজহারী,কালীগঞ্জ পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ নুরে আলম শেখ, পৌর আওয়ামী লীগের উপদেষ্টা ইকবাল হোসেন বাচ্চু, অবসরপ্রাপ্ত সেনা অফিসার আব্দুল বাতেন ভুইয়া, আওয়ামী লীগ নেতা কাজী মোফাজ্জল হোসেন নাশেকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় সংক্ষিপ্ত আলোচনায় নুরুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আব্দুল হালিম আজহারী বলেন, আমরা শুধু আপনাদের হক আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সকলে আল্লাহর কাছে দোয়া করবেন পরবর্তী সময়ে যেন আরো বেশি করে অসহায়ের প্রাপ্য হক পৌছে দিতে পারি।