• সারাদেশ

    পিঠা উৎসবে মুখরিত KYAU ক্যাম্পাস

      প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৩ , ৫:২৯:১৮ প্রিন্ট সংস্করণ

     

    সেলিম রেজা, স্টাফ রিপোর্টার:

    সিরাজগঞ্জের পল্লী প্রকৃতির কোলে যমুনা নদীর তীরে গড়ে ওঠা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং সবুজে ঘেরা একটি বিশ্ববিদ্যালয় খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি প্রতিবারের ন্যায় এবারও শীতকালীন সময়ে আয়োজন করেছে পিঠা উৎসবের।

     

    অন্যান্য বার শুধু ফার্মেসী বিভাগ তাদের পিঠা উৎসবে রীতিমতো মূলসিয়ানার পরিচয় দিলেও এবার পিছিয়ে নেই উৎসুক অন্যান্য বিভাগ গুলোও। তাইতো, শীতের সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটোকে ঢুকতেই চোখে পড়লো সারি সারি পিঠার দোকান আর বাহারি রংবেরঙের মুখে জল আনা পিঠা।

     

    একদিকে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির ধারক বিভিন্ন নামে সজ্জিত পিঠার পাশাপাশি দোকানগুলোর বাহারি রকমের পিঠা পরিবেশন শীতকালীন আমেজকে বহুগুনে বাড়িয়ে দিয়েছে। গ্রাম বাংলার পিঠার যে বহুল আকাঙ্খিত মৌ মৌ গন্ধ শহুরে জীবনে পাওয়া যায় না তা যেন নতুন রূপে আরেকবার ধরা দিলো হাতের মুঠোয়।

     

    পিঠা উৎসব ২০২৩-এ বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হোসেন রেজা।

     

    এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের এরকম কর্মকান্ডে আমি সত্যিই খুব খুশি। এবারে আমি আরো বেশি খুশি এজন্য যে প্রতিটি বিভাগ তাদের মতো করে সম্মিলিতভাবে পিঠা উৎসবের আয়োজন করেছে।

     

    তিনি এসময় শিক্ষার্থীদের এরকম কর্মকান্ড পড়াশোনার পাশাপাশি অব্যাহত রাখার জন্য অনুপ্রাণিত করেন। এছাড়াও পিঠা উৎসবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্যগণ।

     

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ বলেন,”নতুন প্রজন্মকে বাঙালির ঐতিহ্যবাহী পিঠা সম্পর্কে জানাতেই মূলত আমাদের এই উদ্যোগ।”

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ