প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২৩ , ৫:২২:১১ প্রিন্ট সংস্করণ
পাবনা বেড়া উপজেলার মাশুন্দিয়া ভবানীপুর কেজেবি ডিগ্রি কলেজে এইচএসসি প্রথম বর্ষ, বিএম প্রথম বর্ষ, ডিগ্রি প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে।
বুধাবার (০১ ফেব্রুয়ারী) সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় পুরো ক্যাম্পাসে।
এছাড়াও নবীন বরণ উপলক্ষে আগত নতুন শিক্ষার্থীদের পদচারণায় সকাল থেকেই মুখরিত ছিল পুরো ক্যাম্পাস। নতুন পরিবেশে নতুন মানুষদের সঙ্গে মানিয়ে নিতে বিভাগগুলোতে চলছিল পরিচিতি পর্ব। বিভাগগুলোতে আগত নতুন শিক্ষার্থীদের প্রথমেই ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর শুরু হয় ওরিয়েন্টেশন অনুষ্ঠান।
এতে সভাপতিত্ব করেন কলেজের গভর্নিংবডির সভাপতি মোঃ আব্দুল আজিজ খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাদিরা পারভিন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সালাম বিশ্বাস, মাশুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম নেতা শহিদ, এছাড়াও কলেজের সকল শিক্ষক ও গভর্নিংবডির সদস্যরা স্বাগত বক্তব্য রাখেন।