• সারাদেশ

    মানসিক উৎকর্ষতার জন্য বই পড়ার বিকল্প নেই

      প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৩ , ১:১৪:৪২ প্রিন্ট সংস্করণ

     

    সোহরাওয়ার্দী খান

     

    কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেছেন, উন্নত বিশ্বের যে কোন দেশে যান দেখবেন সেখানে তরুণ তরুণীরা যেটুকু সময় পায় ওই সময়ের মধ্যে ব্যাগ থেকে বই বের করে পড়ছে। তারা কিন্তু ঠিকই বই পড়ার সংস্কৃতি লালন করছে। অন্যদিকে আমরা ইন্টারনেট আবিষ্কারের পর বই পড়ার সংস্কৃতি থেকে সরে যাচ্ছি। আমাদের এই সংস্কৃতি বাদ দিলে কোন ভাবেই হবে না। আমাদের মানসিক উৎকর্ষতার জন্য বই পড়ার কোন বিকল্প নেই।

    জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে রোববার সকালে জেলা গ্রস্থাগার মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এসব কথা বলেন।

    অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিউলী রহমান তিন্নীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন , ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আবু জাফর খান।

    প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী ড. সফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন জেলা সরকারী গ্রন্থগারের সহকারী লাইব্রেরিয়ান মোঃ নাফিস সাদিক শিশির।

    জেলা প্রশাসন ও জেলা সরকারি গ্রন্থাগার আয়োজিত অলোচনা সভায় বিভিন্ন পেশা শ্রেনীর মানুষ বক্তব্য দেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ