প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২৩ , ৮:৪২:৫০ প্রিন্ট সংস্করণ
পৌঢ়ের প্রজ্ঞা, তরুণের তারুণ্য এই দুয়ের সমন্বয় করে এগিয়ে যায় সমাজ, দেশ তথা সমগ্র জাতি। যে কোন দেশের ক্রান্তিলগ্নে তরুণরাই এগিয়ে আসে সবার আগে। তারুণ্যের শক্তকে ঐক্যবদ্ধ করতে পারলে সাধন হবে অসাধ্য, সকল অন্ধকারকে পরাভূত করে ছিনিয়ে আনা যাবে আলোর দিশারি। যে আলো পথ দেখাবে দেশকে, সমগ্র জাতিকে।
তারুণ্যের শক্তিকে ঐক্যবদ্ধ করে পিছিয়ে পরা সকল মানুষকে মূলধারায় ফিরিয়ে আনতে কাজ করছে ‘কালের কন্ঠ শুভ সংঘ ‘সংগঠন। সংগঠনটির মূল লক্ষ্য পিছিয়ে পরা পথশিশুদের জন্য উন্নত সাংস্কৃতিক শিক্ষার ব্যবস্থা করা, মুক্তিযোদ্ধা সম্মাননা ও চেতনা বিনির্মান, নারী অধিকার প্রতিষ্ঠা করা, দুর্যোগ ত্রান পরিবেশ ও পূনর্বাসন ও পরিবেশ রক্ষার ভূমিকা রাখা।
গত ২৩ ডিসেম্বর বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ( বুটেক্স) গঠিত হয় সামাজিক স্বেচ্ছাসেবী মূলক এই সংগঠনের নতুন কমিটি। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ সাজ্জাতুল ইসলাম শামীম এবং সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন আহসানুজ্জামান রনি। নবগঠিত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের নেতৃত্বে আজ ১৩ই ফেব্রুয়ারি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের মাননীয় রেজিস্ট্রার কাবেরী মজুমদারের সাথে শুভেচ্ছা বিনিময় করে নতুন এই কমিটি। এ সময় মাননীয় রেজিস্ট্রার নবগঠিত কমিটির সকল সদস্যকে দিকনির্দেশনা দেন। তিনি বলেন, ‘ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তরুণদের ভূমিকা সবচেয়ে বেশি, তরুণরা এ ধরনের সামাজিক স্বেচ্ছাসেবী মূলক কাজের মাধ্যমেই পিছিয়ে পরা মানুষকে মূলধারায় নিয়ে এসে আমাদের স্বাধীনতার মূল লক্ষ্য সাম্য ও সামাজিক মর্যাদার বাংলাদেশ গড়ে তুলবে ‘। এ সময় তিনি ‘কালের কন্ঠ শুভ সংঘ’ সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এ সময় আরোও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোঃ ইমতিয়াজ করিম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ রাকিব, প্রচার সম্পাদক পৌলব শাহরিয়ার প্রান, সহপ্রচার সম্পাদক তীর্থ দাস ও আদনান।