• সারাদেশ

    রামগড়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা

      প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২৩ , ৯:৪৫:০১ প্রিন্ট সংস্করণ

     

     

    মোঃমাসুদ রানা,নিজস্ব প্রতিবেদক

     

    খাগড়াছড়ি জেলার রামগড় তথ্য অফিস এর আয়োজনে রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    ২৩শে ফেব্রুয়ারি বৃহস্প্রতিবার সকাল ১০.০০ ঘটিকায় রামগড় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)মানস চন্দ্র দাসের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল , অফিসার ইনচার্জ মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান।

    উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ বিষয়ে মূল কনসেপ্ট পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল চারটি স্তম্ভ স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্ন্যান্স, স্মার্ট ইকোনমিক এবং স্মার্ট সোসাইটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

    এছাড়া পৌরসভার মহিলা কাউন্সিলর কনিকা বড়ুয়া ও সাংবাদিক শাহাদাত হোসেন কিরণ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় বিষয়ে বক্তব্য রাখেন।

    উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিক,ধর্মীয়,হেডম্যান-পাড়া কার্বারীবৃন্দ ।উক্ত অনুষ্ঠানের শুরুতে সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    আদালতের রায় উপেক্ষা করে জবরদখল করে মার্কেট সহ বাড়ি উচ্ছেদের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

    বিশ্ব ক্রিকেটে লাল-সবুজের পতাকা উড়ানো বাংলার সম্রাটের বিদায়

    রামগড়ে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    বেড়ায়   আকিজ হেলথকেয়ার এন্ড হাইজিন লিমিটেড এর বিক্রিয় বৃদ্ধির জন্য সাঁথিয়া ও বেড়া উপজেলার বিভিন্ন হাটবাজার র‍্যালীও পন্য প্রদর্শন 

    রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর “ডিজিজ প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট ” শীর্ষক আলোচনা এবং প্রজেক্ট চেক হস্তান্তর

    রূপগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সিসি ক্যামেরা বিতরণ ও গ্যালারী নির্মাণ কাজের উদ্বোধন