প্রতিনিধি ১ মার্চ ২০২৩ , ১০:৪১:৪৬ প্রিন্ট সংস্করণ
শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার
শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে আজ বুধবার ( ১ মার্চ বেলা ১১টায় ডাইনামিক পলেটেকনিক ইন্সটিটিউট ভবনে ফুল দিয়ে নবীনদের বরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।
শিক্ষকেরা বলেন, এখানে যারা ভর্তি হয়েছে তারা নিঃসন্দেহে মেধাবীদের মধ্যে অন্যতম। শুধু ভাল শিক্ষার্থী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে। শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে এখান থেকে ভালো অবস্থানে নিজেকে তৈরি করছে। কোনও রকম নেশার সঙ্গে নিজেকে না জড়ানোর আহবান জানান শিক্ষকেরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মেজবাউল আরেফিন, উপাধাক্ষ গোলাম মর্তুজা, পরিচালক দেওয়ান কামরুজ্জামান কামাল, মো: ইব্রাহিম মিঠুন, মোঃ আব্দুল কুদ্দুস। শিক্ষকদের মধ্য ফয়সাল আহমেদ, পলাশ আহমেদসহ আরো অন্যান্য ছাত্র ছাত্রী। পড়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন বরন অনুষ্ঠান শেষ করা হয়।