• সারাদেশ

    পাবিপ্রবিতে সিরাজগঞ্জ জেলা সমিতির নেতৃত্বে কাইয়ুম-রেইন

      প্রতিনিধি ২ মার্চ ২০২৩ , ৬:২৫:১৩ প্রিন্ট সংস্করণ

     

    নাজমুল ইসলাম, পাবিপ্রবি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) অবস্থানরত সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের পূরকৌশল বিভাগের শিক্ষার্থী মো. আব্দুল কাউয়ুমকে সভাপতি এবং একই শিক্ষাবর্ষের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মেহেদী হাসান রেইনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

     

     

    বুধবার (১লা মার্চ) সংগঠনটির উপদেষ্টা পরিষদ ১৪ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটির অনুমোদন দেন।

     

     

    মনোনীত হয়ে নবীন সভাপতি মো. আব্দুল কাইয়ুম বলেন, বৃহত্তর সিরাজগঞ্জ পাবনার পার্শ্ববর্তী জেলা হওয়ায় প্রতিবছর এই বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে আসে এবং অনেকেই ভর্তি হয়। আমাদের জেলা সমিতি তাদের সার্বিক সহযোগিতা দিয়ে থাকে। আমাদের এই কার্যক্রম এখন থেকে আরো জোরালোভাবে চলবে, যেন কেউ সিরাজগঞ্জ জেলা থেকে এখানে আসলে নিজের আপন বাড়ি মনে করতে পারে। আমরা চাই আমাদের কর্মকান্ডের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে জেলা সমিতির একটি সুন্দর অবস্থান তৈরী করতে।

     

    অনুভূতি জানাতে নব্য সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান রেইন বলেন, নবগঠিত নতুন কমিটির সবাইকে সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতি একটি পরিবার। এই পরিবারকে এগিয়ে নিতে আমরা শুধু কথায় নয়, কাজে বিশ্বাসী। এই মনোভাব নিয়ে আমাদের নতুন কমিটিকে পরিচালিত করতে চাই। আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। কমিটি নিয়ে কেউ মনঃক্ষুণ্ন হবেন না। পদ-পদবী দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করা খুবই কঠিন। প্রত্যেকের যোগ্যতা প্রমাণ পায় তার নিজের কর্মের দ্বারা। আশা করি সকলে কাজের মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করবেন। যারা দায়িত্ব পেয়েছেন, তাদের কাজ এখন অনেকগুণ বেড়ে গেছে। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সততার সঙ্গে পালন করবেন এবং নিয়ম-কানুন মেনে চলবেন। আমরা যেনো ভাল কিছু এই বিশ্ববিদ্যালয়কে দিয়ে যেতে পারি সেই লক্ষ্যে সবাই কাজ করবেন। আমার জন্য দোয়া রাখব

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ