• সারাদেশ

    জন্ম দিনের শুভেচ্ছায় শিক্ত হলেন কালীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক 

      প্রতিনিধি ৩ মার্চ ২০২৩ , ৩:৫৩:৩৭ প্রিন্ট সংস্করণ

     

    মোঃ মুক্তাদির হোসেন স্টাফ রিপোর্টার:

     

    জন্মদিনে ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন রাজনৈতিক নেত্রী নারী নেতৃত্বের অহংকার প্রজ্জ্বলিত বাতিঘর, মানবতার ফেরিওয়ালা, নারী নেতৃত্বের আইডল, সময়ের সাহসী নারী জাগরণ এর বলিষ্ঠ কন্ঠ মাহফুজা পারবিন এর ৪৭তম জন্মদিন উপলক্ষে লাল গোলাপ, রজনীগন্ধাসহ নানা ফুলের শুভেচ্ছায় কেটেছে তার । সাংবাদিক, রাজনৈতিক দলের নেতা, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বিশেষ এ দিনটিতে তাকে শুভেচ্ছা জানাতে আসেন ।

     

    জন্মঃ ০/০১/১৯৭৬ ইং

    ভাইবোনঃ ০১ ভাই, ০৬; বোন এর মধ্য০৪র্থ তিনি সর্ব কনিষ্ঠ

    বাবাঃ মৃতঃ তমিজ উদ্দিন মাতাঃ মমতাজ বেগম।

     

    কর্মজীবনঃ

    কালীগঞ্জ উপজেলাআওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

    জন্ম ১৯৭৬ সাল, ভাই ০১ ভাই বোনের ০৬ বোন এর মধ্যে ৪র্থ। স্বামীর নাম মোঃ মজিবুর রহমান ভূইয়া ঢাকা বসুন্ধরা বাসা, এক ছেলে,এক মেয়ে। রাজনীতিতে ৮ বছর।স্বামী ইলেক্ট্রনিক্স ও রেস্টুরেন্টে ব্যাবসা করে কাপাসিয়া ভূইয়া মার্কেট।

     

     

    ফুলে ফুলে ভরে ওঠে চারদিক। ভক্ত, শুভাকাঙ্খী ও দেশের বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে হয়ে ওঠে সরব । বিভিন্ন শুভাকাঙ্খী নিয়ে জন্মদিনের কেক কাটতে হয় নারী নেতৃত্বের , তাঁর জন্মদিনের অনুভূতি জানিয়ে তিনি বলেন, জন্মদিন মানেই সবার কাছে বিশেষ একটা দিন। স্বীকার করি আর না করি এই দিন প্রায় সবাই চায় প্রিয়জনদের শুভেচ্ছা, ভালোবাসা আর আন্তরিকতা। এই প্রথম বার পরিবার কে দুরে রেখে জন্ম দিন পালন করেছেন।

     

    ‘মানুষের ভালোবাসায় আমি আপ্লুত। সত্যিই মানুষ আমাকে এতোটা ভালবাসে কল্পনাও করিনি। ’ নারী নেত্রীদের উদ্দেশ্য তিনি বলেন ’ মুঠোফোনের মাধ্যমেও দেশের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তাকে শুভেচ্ছা জানান । মাহফুজা পারভীন ,আরও বলেন, জন্মদিনের আসল শুভেচ্ছা পাওয়ার দাবিদার কিন্তু জন্মদাতা বাবা-মা, কারণ তাঁদের জন্যই আমরা এই সুন্দর পৃথিবী দেখার সুযোগ পেয়েছি । আমাদের জীবনের সব অর্জনই কিন্তু তাঁদের অসংখ্য ত্যাগের বিনিময়ে পাওয়া ।

     

     

     

     

    বাবা-মার ভালোবাসা কখনো ফুরায় না তাই আমি আমার বাকি জীবনের সমস্ত জন্মদিনের সমস্ত ভালোবাসা সমস্ত শুভেচ্ছা। আমার এই জন্ম দিন টি আমার মা কে উৎসর্গ করলাম। মৃত্যু বাবাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন,আমিন।

     

    (০৩/০৩/২০২৩ইং)রোজ শুক্রবার অনলাইনের মাধ্যমে দেশএ বিদেশের অসংখ্য মানুষ মাহফুজা পারভীন কে জন্মদিনে শুভেচ্ছা জানান ।

     

    কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির পক্ষে মোঃ ইব্রাহিম খন্দকার সভাপতি , বাংলাদেশের প্রেস ক্লাব কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আলমগীর হোসেন, সম্পাদক মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আলামিন দেওয়ান আল আবেদী,ঢাকার ঢাক পত্রিকার স্টাফ রিপোর্টার জাকারিয়া আল মামুন,কালীগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি জুয়েনা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্না বাদল,সাংগঠনিক সম্পাদক শিখা বেগম, সাংগঠনিক সম্পাদক ইয়াসমিন বেগম, দপ্তর সম্পাদক মৌসুমি আক্তার ও কে জন্ম দিনের শুভেচ্ছা জানিয়েছেন শুভ হোক আপনার আগামীর পথ চলা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ