• সারাদেশ

    গাজীপুরের  বসত বাড়ির বাউন্ডারির ওয়াল ভেঙে বাড়ির প্রবেশ পথে জোর পুর্বক বৈদ্যুতিক খুঁটি স্থাপন

      প্রতিনিধি ৪ মার্চ ২০২৩ , ৭:৫৭:৩২ প্রিন্ট সংস্করণ

     

    মোঃ মুক্তাদির হোসেন স্টাফ রিপোর্টার:

     

     

    গাজীপুর জেলার জয়দেবপুর সদর মেট্রো থানাধীন মারিয়ালী কলাবাগান এলাকায় ৪ মার্চ শনিবার স্থানীয় প্রভাবশালী জসিম ও নাসির এর নেত্রীত্বে সিঙ্গাপুর প্রবাসী জহিরুল ইসলাম দুলালের বসত বাড়ির বাউন্ডারির ওয়াল ভেঙে বাড়ির প্রবেশ পথে জোর পুর্বক বৈদ্যুতিক খুঁটি স্থাপন করেন পল্লিবিদ্যুৎ এর ঠিকাদার সহিদুল ইসলাম সহিদ।

     

    এব্যাপারে জহিরুল ইসলাম দুলালের বড় ভাই সাংবাদিক হাজী সাইফুল ইসলাম গাজীপুর পল্লি বিদ্যুৎ সমিতে০১ এর ডিজিএম বারাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানাযায়, জয়দেবপুরের মারিয়ালী কলাবাগান এলাকার স্থানীয় জসিমউদদীন জসিম ও নাছিরগং, সিঙ্গাপুর প্রবাসী জহিরুল ইসলাম দুলালের বসত বাড়ির বাউন্ডারির ওয়াল ভেঙে বাড়ির প্রবেশ পথে জোর পুর্বক বৈদ্যুতিক খুঁটি স্থাপন করাহয়। দুলালের পরিবারের লোকজন বাঁধা দিতে আসলে স্থানীয় জসিমউদদীন@জসিম তাদেরকে প্রাণনাশের হুমকি প্রদান করেন। এতে করে যেকোন মুর্তহে দুর্ঘটনা ঘটতে পারে বলে দুলালের পরিবার সংঙ্খা বোধ করতেছে। এ বিষয়ে সদর মেট্রো থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। , এব্যাপারে গাজীপুর পল্লি বিদ্যুৎ সমিতি-১, ছায়াবীথি জোনাল অফিসের এজিএম, এর কাছে জানতে চাইলে৷ তিনি জানান,অত্র খুঁটি স্থাপন ও সংযোগ না দেওয়ার জন্য ঠিকাদার শহিীদ কে বলা হয়েছে। এব্যাপারে গাজীপুর পল্লি বিদ্যুৎ সমিতি ছায়াবীথি জোনাল ০১, ডিজিএম বলেন, অভিযোগ পেয়েছি,এই বিষয়ে আমাদের এজিএম,প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করবেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ