• সারাদেশ

    পাবনার মানুষকে জননেত্রী শেখ হাসিনা বেশি ভালোবাসেন- ডেপুটি স্পিকার 

      প্রতিনিধি ৪ মার্চ ২০২৩ , ১০:৫২:৩১ প্রিন্ট সংস্করণ

    মিজানুর রহমান কাজল স্টাফ রিপোর্টার:

     

     

    বাংলাদেশ তথা পাবনার মানুষকে জননেত্রী শেখ হাসিনা বেশি ভালোবাসেন বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার এ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি।

     

    আজ শনিবার শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজের ৫০ বছরের সুবর্ণজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন ডেপুটি স্পিকার। ডেপুটি স্পিকার আরো বলেন জননেত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। দেশকে শতভাগ শিক্ষার আওতায় আনতে কাজ করছে সরকার, দেশকে ক্ষুধা দারিদ্র্য মুক্ত বিশ্বের রোল মডেল তৈরি করতে এ সরকার বদ্ধ পরিকর।

    পাবনার মানুষকে এতটা ভালোবাসে বলেই আজ বাংলাদেশের রাষ্ট্রপ্রতি পাবনার কৃতিসন্তান শাহাবুদ্দিন চুপ্পু আজ দেশের রাষ্ট্রপ্রতি। আজ আমি আপনাদের ছেলে ডেপুটি স্পিকার হয়েছি।

     

    বঙ্গবন্ধুর আর্দশে জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে বাড় বাড় এই সরকারকে দেশকে পরিচালনার দায়িত্ব দেওয়া আমাদের কর্তব্য। এই সরকারের উপর আস্থা রাখতে সকল জনগনের প্রতি আহ্বান জানান ডেপুটি স্পিকার।

     

    শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজ কতৃক আয়োজিত এ সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে সাথিঁয়া উপজেলা নির্বাহী অফিসার ও উক্ত কলজের সভাপতি জনাব মাসুদ হোসেনের সভাপতিত্বে ও শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তণ সচিব ড. মজিবুর রহমান। যুগ্ম সজিব কাজী আতিয়ুল রহমান। শুভেচ্ছান্তাতে ছিলেন আহ্বায়ক ও কাশিনাথপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মীর মঞ্জুর এলাহী।

     

    উল্লেখ্য ২ ও ৩রা মার্চ কাশিনাথপুর শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজের ৫০ বছর পুর্তি উপলক্ষে প্রাক্তণ শিক্ষার্থীদের অংশগ্রহণে দুদিন ব্যাপি এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রাক্তণ ও বর্তমান মিলিয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে এ অনুষ্ঠান অনন্য মাত্রা পায়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ