• সারাদেশ

    উলিপুরে সপ্তাহব্যাপি (২৭তম) বইমেলা উদ্বোধন করেন

      প্রতিনিধি ৫ মার্চ ২০২৩ , ৪:২৮:৪৮ প্রিন্ট সংস্করণ

     

    মোঃ রোকন মিয়া (উলিপুর) কুড়িগ্রামঃ

     

    কুড়িগ্রামের উলিপুরে সেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ফেয়ার এর আয়োজনে সপ্তাহব্যাপি ২৭’তম বইমেলা শুরু হয়েছে। ৫ মার্চ রবিবার সকাল ১০টায় শহীদ মিনার চত্বরে বই মেলার উদ্বোধন করেন প্রখ্যাত কথা সাহিত্যিক ও বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর পৌর মেয়র মামুন সরকার মিঠু।

     

    প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন বই মানুষকে সামাজিক অবক্ষয় থেকে দুরে রাখে। বই পড়ে মানুষের জ্ঞানের দুয়ার খুলে গেলে অপশক্তির কপাট বন্ধ হয়ে যায়। নতুন পাঠক সৃষ্টি করতে ভালো বইয়ের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

    বই মেলার আয়োজকদেরকে সাধুবাদ জানান ও ভবিষ্যতে যে কারো যে কোনো সামাজিক উন্নয়ন কাজে পাশে থাকার আশ্বাস দেন।মেলার কর্মসূচিতে রয়েছে স্কুল, কলেজের ছাত্র ছাত্রীদের বিষয় ভিত্তিক প্রতিযোগিতা,মুক্তিযুদ্ধ ভিত্তিক শিশু-কিশোরদের চিত্র প্রদর্শনী মনোজ্ঞ সংগীতানুষ্ঠান ও নাটক।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ