প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২৩ , ৯:২১:৪২ প্রিন্ট সংস্করণ
নুর আমিন (চিলমারী) কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের চিলমারী-রৌমারী নৌ রুটে ফেরি চলাচলের এর মধ্যে দিয়ে ব্রক্ষপুত্র নদ দ্বারা বিভক্ত রৌমারী ও রাজিবপুর উপজেলার মানু্ষের ভোগান্তি দিন শেষ হতে চলেছে।
২০ সেপ্টেম্বর (বুধবার) সকালে মাননীয় নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী চিলমারী-রৌমারী নৌপথে ফেরি চলাচল উদ্বোধন করেন। এ সময় তিনি পূর্বঘোষিত নির্ধারিত ভাড়া কমিয়ে নতুন ভাড়া ঘোষণা করেন।
এ সময় তিনি বলেন, ‘কুড়িগ্রাম ৪ আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনসহ স্থানীয়দের দাবির প্রেক্ষিতে আমরা নতুন ভাড়া নির্ধারণ করলাম। মটরসাইকেলের জন্যে ২২০ টাকা নির্ধারণ করা হলেও আমার সেটি কমিয়ে ১০০ টাকা করেছি, সাইকেলের ভাড়া ১০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করা হয়েছে, সিএনজি চালিত অটোরিকশা এবং ব্যাটারি চালিত অটোরিকশার ক্ষেত্রে ৬৬০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা করা হয়েছে। সাধারণ যাত্রীদের ভাড়া ৮০ টাকা থেকে ৫০ টাকায় নামিয়ে আনা হয়েছে, অ্যাম্বুলেন্স এর ক্ষেত্রে ২ হাজার ২৮০ টাকা নির্ধারণ করলেও আমরা সেটিকে ফ্রি করা হয়েছে, মুক্তিযোদ্ধাদের জন্যেও ফ্রি পাড়াপাড়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও বাকী যানবাহনের ভাড়া ১৫ শতাংশ কমিয়ে আনা হয়েছে।