• সারাদেশ

    সুজানগরের শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দুই জন মেধাবী ছাত্রীকে রোটারি ক্লাব গুলশান লেক সিটির বৃত্তি প্রদান

      প্রতিনিধি ১ অক্টোবর ২০২৩ , ৬:৫২:১৭ প্রিন্ট সংস্করণ

     

    মোঃ রফিকুল ইসলাম ষ্টাফ রিপোর্টার

     

     

     

     

    সুজানগরের কাশিমনগর শ্রীপুর নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মোছা:তামান্না খাতুন পিতা:জাকেন আলী সিকদার গ্রাম :শ্রীপুর এবং মোছা:ইয়াসমিন আক্তার মৌ

    পিতা: মো:গোলাম মোস্তফা গ্রাম:শোলাকুড়া। রোটারি ক্লাব গুলশান লেক সিটির উদ্যোগে স্কলারশিপ প্রদান করেন আন্তর্জাতিক কৃষিবিজ্ঞাননী ড.জয়নুল আবেদীন এ-সময় উপস্থিত ছিলেন হাটখালী ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব ফিরোজ আহমেদ খান, কাশিমনগর শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো;জিন্নাহ আলী সেখ সহ সম্মানিত শিক্ষকবৃন্দ এবং ড.জয়নুল আবেদীন ভাই জামাল সেখ সহ সম্মানিত গ্রামবাসী।

     

    ড.জয়নুল আবেদীন মেধাবী বালিকাদের উদ্দেশ্যে বলেন, তোমাদের এই সাফল্যের ধারা অগ্রসর করতে তোমাদের সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারন করতে হবে এবং সেই লক্ষ্যের প্রতি দৃষ্টিপাত রেখে তোমাদের এগিয়ে যেতে হবে। পাশাপাশি তোমাদের মনোযোগ সহকারে পড়াশোনা করে ভালো ফলাফল বয়ে আনতে হবে।আর এতেই আমরা ধন্য হবো। “লক্ষ্যহীন মানুুষ পথভ্রষ্ট পথিকের মতো “। পথিক যেমন কোন পথে বিচরন করবে তা নির্ধারন না করে পথ চলতে থাকে, অবশেষে সে তাঁর গন্তব্যে খুঁজে পায় না, শুধু পথ চলতেই থাকে। লক্ষ্যহীন মানুষও ঠিক তেমন।

    আর এই রোটারি ক্লাবের আমিও একজন সক্রিয় সদস্য। তোমরা যদি ভবিষ্যতে আরও ভালো করো তোমাদের জন্য আমরা আরো ভালো কিছু করতে পারবো।

     

    মেধাবী বালিকা মোছা: তামান্না খাতুন’কে তাঁর লক্ষ্য সমন্ধে জানতে চাইলে তিনি বলেন, আমি ভবিষ্যতে ডাক্তার হতে চাই। বিশেষ করে আমাদের গ্রামের যে সকল অসহায় মানুষ ভালো চিকিৎসা না পেয়ে মৃত্যবরণ করেন।আমি সেই অসহায় সুবিধাবঞ্চিত মানুষের সেবা করতে চাই।

    তাঁর এমন সুলক্ষণার কথা শুনে কৃষি বিজ্ঞানী ড.জয়নুল আবেদীন দোয়া ও শুভকামনা জানান।

    বর্তমানে বালিকাদ্বয় পাবনা সরকারি মহিলা কলেজে এইচএসসি ১ম বর্ষে পড়ালেখা চালিয়ে যাচ্ছেন।

     

    হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরুজ আহম্মেদ খান বলেন এরকম মেধাবী শিক্ষার্থীদের প্রতি সার্বক্ষণিক সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিবো ভবিষ্যতে ভালো কিছু যেনো তারা করতে পারে।

     

    পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বিদ্যালয় প্রাজ্ঞনে তাল গাছের চারা রোপণের জন্য চেয়ারম্যান মহোদয় বেশ কয়েকটি তালের চারা নিয়ে আসেন। এবং তা সকলে মিলে রোপণ করেন।এটা দেখে যেনো সবাই গাছ লাগাতে আগ্রহী হয়।

     

    এমন মহৎ উদ্যোগের জন্য রোটারি ক্লাব গুলশান লেক সিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্কুলের সকল শিক্ষকবৃন্দ, স্কলার গ্রহিতাদ্বয়ের অভিভাবক ও উপস্থিত জনতা।

    মনাবসেবার এ ধারা অব্যহত রাখার আন্তরিক শ্রদ্ধা জানান গ্রামবাসী।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ