• আন্তর্জাতিক

    জেরুজালেমে উপাসনালয়ে বন্দুক হামলায় সাতজন নিহত

      প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২৩ , ১০:২৫:১৩ প্রিন্ট সংস্করণ

     

    অধিকৃত পূর্ব জেরুজালেমে একটি ইসরায়েলি বসতিতে একটি উপাসনালয়ের কাছে অন্তত সাতজনকে হত্যা করেছে এক বন্দুকধারী। পশ্চিম তীরে মারাত্মক ইসরায়েলি সামরিক অভিযানের একদিন পর এই ঘটনা ঘটলো।

     

    শুক্রবারের (২৮ জানুয়ারি) বন্দুক হামলার পর, ম্যাজেন ডেভিড অ্যাডম জরুরী পরিষেবা বলেছে যে তারা ১০ জন আহতের চিকিৎসা করছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

     

    আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সিনাগগের সামনে একটি গাড়ি এসে থামার পর সেটি থেকে একজন বন্দুকধারী বেরিয়ে এসে গুলি চালায়।

     

    সন্দেহভাজন ব্যক্তির আগের কোনও অপরাধের রেকর্ড ছিল না বলে জানিয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায়িত্ব নেয়নি।

     

    টিভি ফুটেজে দেখা গেছে সিনাগগের বাইরে রাস্তায় পড়ে থাকা বেশ কয়েকজন ভুক্তভোগীকে জরুরি কর্মীরা দেখাশোনা করছেন।

     

    আগের একটি পুলিশ বিবৃতিতে বলা হয়, ‘জেরুজালেমের একটি উপাসনালয়ে সন্ত্রাসী হামলা হয়েছে’ এবং ‘গুলি চালানো সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করা হয়েছে [নিহত]’। পুলিশ পরে বলেছে যে সন্দেহভাজন একজন ২১ বছর বয়সী পূর্ব জেরুজালেমের বাসিন্দা।

     

    অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার একদিন পর এই হামলা হয়। কয়েক ডজন ইসরায়েলি সৈন্য একটি বাড়িতে সন্দেহভাজন যোদ্ধা রয়েছে দাবি করে সেখানে অভিযান চালায় সেনাবাহিনী। কয়েক ঘণ্টার তীব্র সংঘর্ষে সেখানে একজন বয়স্ক নারীসহ ৯ জন ফিলিস্তিনি নিহত হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ