প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৩ , ৬:৪০:২১ প্রিন্ট সংস্করণ
এবার মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস ওমিক্রনের একটি উপধরন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। করোনার নতুন উপজাত বিএফ.৭ ঘিরে উদ্বেগের মধ্যেই ভাইরাসের আরও এক নতুন রূপ এসে হাজির হয়েছে। ওমিক্রন এক্সবিবি’র বংশধর এক্সবিবি.১.৫, যার ডাক নাম ‘ক্রাকেন’।
স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানায়, ৭ই জানুয়ারি পর্যন্ত এক সপ্তাহে দেশটিতে নতুন সংক্রমণের ২৭.৬ শতাংশ এক্সবিবি.১.৫ উপধরনের বলে ধারণা করা হচ্ছে।
গেলো ৩ডিসেম্বরের হিসেব অনুযায়ী, নতুন সংক্রমণের আনুমানিক ২.৩ শতাংশ ছিল এক্সবিবি.১.৫ -এর সংক্রমণ।
এদিকে গতমাসের শেষদিক থেকে ওমিক্রনের অন্যান্য ধরনগুলো হ্রাস পেতে থাকলেও, গত একমাসে এক্সবিবি.১.৫ -এর সংক্রমণের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
নিউইয়র্কসহ পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে নতুন সংক্রমণের মধ্যে এ সংখ্যা আনুমানিক ৭০ শতাংশের বেশি ছিল।
শুক্রবার টুইটারে এক বার্তায় হোয়াইট হাউসের কোভিড-১৯ মোকাবিলা বিষয়ক সমন্বয়ক আশিষ ঝা জানান, নতুন উপধরনটি সম্ভবত আরও সহজাতভাবেই ব্যাপকমাত্রায় সংক্রামক।
টিকার বুস্টার ডোজ নেয়া ও ভবনের অভ্যন্তরে জনাকীর্ণ স্থানে মাস্ক পরিধানের মতো মৌলিক সতর্কতা অবলম্বন করতে লোকজনের প্রতি আহ্বান জানান তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, বর্তমানে যুক্তরাষ্ট্রে যত কোভিড সংক্রমণ হচ্ছে তার ৪০ শতাংশই এক্সবিবি.১.৫ উপধরনের কারণে হচ্ছে। যুক্তরাষ্ট্রজুড়ে গত কয়েক সপ্তাহে কোভিড হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েই চলেছে।
ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে মার্কিন সরকার ফের গণ কোভিড পরীক্ষা চালু করেছে। সতর্ক অবস্থানে রয়েছে বাইডেন প্রশাসন।