• আরো

    ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন

      প্রতিনিধি ২৬ মার্চ ২০২৩ , ১০:৫৮:০১ প্রিন্ট সংস্করণ

    আহসান স্টাফ রিপোর্টার :

    বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ভোলা জেলা প্রশাসন ও জেলা পুলিশ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩’ পালন করেছে।

    ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩’ উপলক্ষে (২৬ মার্চ) রবিবার সূর্যোদয়ের সাথে সাথে ০৬.০০ ঘটিকায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও ০৬.৩০ ঘটিকায় বধ্যভূমিতে ভোলা জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক জনাব তৌফিক-ই-ইলাহি চৌধুরী, ও জেলা পুলিশ এর পক্ষ থেকে পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, আলাদাভাবে পুষ্পস্তবক অর্পণ শেষে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

    জেলা প্রশাসক ও পুলিশ সুপার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সন্মান প্রদর্শণ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন, সহ জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা বৃন্দ, জেলা পুলিশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, জনাব আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ভোলা, জনাব রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ভোলা সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ আরো

    উপস্থিত ছিলেন। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, এবং ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীগন ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ