প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২৩ , ১০:৪২:১১ প্রিন্ট সংস্করণ
পাবনা থেকে শরিফুল ইসলামঃ-
ঈদের হাসি সবার মাঝে ভাগাভাগি করে নিতে
পাবনা বৃহত্তর কাশিনাথপুর প্রেসক্লাবের উদ্যোগে গরীব অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় গতকাল বুধবার ১২ই এপ্রিল দিনব্যাপী পাবনা জেলার কাশিনাথপুর ফুলবাগান বাসস্ট্যান্ড এবং আমিনপুর থানা এলাকার ভ্রাম্যমাণ অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার হিসাবে শাড়ি লুঙ্গি পাঞ্জাবি শার্ট ও পোলো শার্ট বিতরণ করা হয়। উপহার বিতরন কার্যক্রমে উপস্থিত ছিলেন, বৃহত্তর কাশিনাথপুর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক খবর বাংলা পত্রিকার স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর হোসেন, দৈনিক ইছামতী পত্রিকার সিনিয়র রিপোর্টার ও উক্ত প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মাইনুদ্দিন খান লোদী, দৈনিক পাবনার আলো পত্রিকার স্টাফ রিপোর্টার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, বাংলা এফএম এর পাবনা প্রতিনিধি ও প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আলমগীর কবির পল্লব, জাতীয় দৈনিক মুক্ত আওয়াজ ও সোনালী মিডিয়া লিমিটেড,সোনালী নিউজ টিভির পাবনা প্রতিনিধি,আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস এর পাবনা জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য এবং বৃহত্তর কাশীনাথপুর বেশ ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক শরিফুল ইসলাম, জয় টিভি ও ভোরের কন্ঠ পত্রিকার পাবনা প্রতিনিধি এবং প্রেস ক্লাবের সদস্য হাসান মিয়া। এ সময় সাংবাদিক নেতারা বলেন, প্রচার নয়, সামর্থ্যবান ব্যক্তিদের উদ্বুদ্ধ করাই আমাদের লক্ষ্য। সমাজের বিত্তবান মানুষের উদ্দেশ্যে নেতারা আরও বলেন, আসুন আমরা যার যার অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী গরীব অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফুটাই। ঈদের আনন্দকে সবার মাঝে ভাগাভাগি করে নেই।