• আরো

    রূপগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

      প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৩ , ১১:৪১:০৮ প্রিন্ট সংস্করণ

    এনামুল হক স্টাফ রিপোর্টার:

    নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের এলাকায় আজ ১৬ ই এপ্রিল রবিবার গোলাকান্দাইল ইউনিয়নের হোড়গাও মজিদ ফকির মাজার মাঠে গণতন্ত্রের আপসহীন নেত্রী, বাংলাদেশে নির্যাতিত ও নিপীড়িত অসহায় মানুষের কণ্ঠস্বর, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে রুপগঞ্জ থানা ছাত্রদল।

    রূপগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সুলতান মাহমুদের সভাপতিত্বে ও সদস্য সচিব মাসুদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন, সভায় বক্তব্য রাখেন গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা, কাঞ্চন পৌর বিএনপি’র সদস্য সচিব কমিশনার হামিদুল হক খান, ভুলতা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, মুজিবুর রহমান মোল্লা, নুরুল্লাহ মেম্বার, সাবেক ছাত্রনেতা মোঃ আবু মাসুম, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহাদাত হোসেন, যুগ্ন সম্পাদক ফরহাদ ভূইয়া, যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম।

    উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সহ-সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম সুরুজ, গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরমান মিয়া, সাধারণ সম্পাদক শামীম প্রধান, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফ হাসান, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইব্রাহিম খান সোহেল, ভোলাবো ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম, তাড়াবো পৌরসভা ছাত্রদলের সিফাত মিয়া, গোলাকান্দাইল ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী আসমা আক্তার, দাউদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি বোরহান উদ্দিন, সেচ্ছাসেবক দলের বিল্লাল হোসেন, গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন সাজু প্রমুখ।

    পরে ইফতার ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া ও তার পরিবারের জন্য বিশেষ দোয়া কমনা ও নেতাকর্মীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ