• আরো

    ঐতিহাসিক মুজিবনগর দিবসে পাবিপ্রবি ছাত্রলীগের শ্রদ্ধা

      প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৩ , ১:৪৮:৫৪ প্রিন্ট সংস্করণ

    নাজমুল ইসলাম, পাবিপ্রবি: ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ‘জনক জ্যােতির্ময়ে’ ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রলীগ।

    সোমবার (১৭ এপ্রিল) দুপুর সাড়ে বারোটায় শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মো. নুরুল্লাহ এর নেতৃত্বে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

    এসময় ছাত্রলীগের বিভিন্ন স্তরের প্রায় শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে বৈদ্যনাথতলাকে মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়। মুজিবনগর সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ