• আরো

    জবিতে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

      প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৩ , ৪:৫২:৫০ প্রিন্ট সংস্করণ

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে দুস্থ, অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সহয়তা প্রদান করা হয়েছে।

    সোমবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ মিলনায়তনে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল।

    রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই এ্যাসোসিয়েশনের সভাপতি জহিরুদ্দীন খসরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সহকারী পরিচালক মো. মঞ্জুর হোসেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ