• আরো

    সাঁথিয়ায় মাদকাসক্ত ছেলের উপর অভিমান করে বৃদ্ধ পিতার আত্মহত্যা

      প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২৩ , ৬:৩০:১২ প্রিন্ট সংস্করণ

    তাইজুল ইসলাম সাঁথিয়া(পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় মাদকাসক্ত বখাটে ছেলের অপমান সহ্য করতে না পেরে হোসেন আলী (৬৫) নামে এক বৃদ্ধ পিতা আত্মহত্যা করেছেন। বখাটে ছেলে মানিক পলাতক রয়েছে। সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের খয়েরবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

    এলাকাবাসী সূত্রে জানা যায়, হোসেন আলীর নিকট ছেলে মানিক হোসেন (৩৫)প্রায়ই টাকা পয়সার জন্য চাপ দিয়ে আসতো। রবিবার রাতে ছেলে মানিক টাকা চেয়ে না পেয়ে বাবার উপর চড়াও হয় এবং অকথ্য ভাষায় গালমন্দ করে। সোমবার সকালে হোসেন আলী বখাটে ছেলের উপর অভিমান করে গ্যাস ট্যাবলেট সেবন করেন। এ সময় গুরুতর আহত হলে তাকে সাঁথিয়া হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থা আশংকাজনক হলে তাকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পাবনা নেবার পথে মারা যান। পরে ৯৯৯ ফোন পেয়ে সাঁথিয়া থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। এ রির্পোট লেখা পর্যন্ত লাশের ময়না তদন্তের প্রক্রিয়া চলছে।

    এদিকে বাবার মৃত্যুর পর থেকেই বখাটে মানিক পলাতক রয়েছে।

    সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বৃদ্ধ হোসেন আলীর লাশ উদ্ধার করে পাবনা মর্গে পাঠানোর চেষ্টা চলছে। অভিযুক্ত মানিক পলাতক রয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ