প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৩ , ৭:২৩:২৭ প্রিন্ট সংস্করণ
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
শুক্রবার ( ২৮ এপ্রিল ) বিকেলে পাবনার সাঁথিয়া প্রেসক্লাবের দ্বিতল ভবনের নির্মান কাজের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা এ্যাড. শামসুল হক টুকু এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া রানার সভাপতিত্বে ও সম্পাদক আঃ হাই এর সঞ্চালনায় বত্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান আলী খাঁন, সাবেক সভাপতি জয়নুল আবেদীন রানা, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।