• আরো

    নতুন ঘর পেয়ে খুশিতে আত্মহারা প্রতিবন্ধী সোনাই শেখ

      প্রতিনিধি ১৩ মে ২০২৩ , ২:১২:৩৬ প্রিন্ট সংস্করণ

    শরিফুল ইসলামঃ-

     

    নতুন ঘর পেয়ে খুশিতে আত্মহারা ৫৩ বছর ধরে বিছানায় শুয়ে মৃত্যুর প্রহর গোনা প্রতিবন্ধী সোনাই শেখ।

     

    ৫৩ বছর ধরে মানবতার জীবন যাপন করছেন সোনাই শেখ শিরোনামে বৃহত্তর কাশীনাথপুর প্রেসক্লাবের সাংবাদিকরা বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রচার করলে নাম প্রকাশে অনিচ্ছু মানবতার ফেরিওয়ালা এক ব্যক্তির নজরে আসে। পরে মানবিক ঐ ব্যক্তি প্রতিবন্ধী সোনাই শেখ কে দেখতে জান।

    পারিবারিক সূত্রে তিনি আরো জানতে পারেন ৫৩ বছর আগে ফুটবল খেলতে গিয়ে পায়ে এবং মাজায় আঘাত পেয়ে পঙ্গুত্ববরণ করেন সোনই শেখ। তারপর থেকে ভাঙা একটি টিনের ছাউনির মধ্যে মানবতার জীবন যাপন করে আসছেন সোনাই শেখ। মানবিক ঐ ব্যক্তি তার নিজ অর্থায়নে নতুন একটি ঘর দেয়ার প্রতিশ্রুতি দেয় সোনাই শেখ কে।

    এ ঘর দেয়ার বিষয়টি বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন পাবনা পূর্ব শাখার স্বেচ্ছাসেবীরা নাম প্রকাশে অনিচ্ছুক মানবিক ঐ ব্যক্তির অর্থায়নে স্বেচ্ছাসেবীদের তদারকি ও পরিশ্রমে অল্প সময়ের মধ্যে ঘরটি নির্মাণ করে সোনাই শেখ কে উপহার দেন।

    নতুন ঘর উপহার পেয়ে খুশিতে আত্মহারা সোনাই শেখ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ