প্রতিনিধি ১৪ মে ২০২৩ , ৯:১৩:২৮ প্রিন্ট সংস্করণ
মোঃ রফিকুল ইসলাম ষ্টাফ রিপোর্টার:
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মাঝি যেই হোক নৌকাকে বিজয়ী করতে হবে।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি ও সাবেক সাংসদ খন্দকার আজিজুল হক আরজু তার নিজ নির্বাচনি এলাকার বিভিন্ন জায়গায় জনসংযোগে ব্যস্ত রয়েছেন।তারই ধারা বাহিকতায় তিনি আজ সুজানগর উপজেলার তাঁতিবন্দ ইউনিয়ন ও সুজানগর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি নেতা কর্মিদের উদ্দেশ্যে বলেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মাঝি যেই হোক নৌকাকে বিজয়ী করতে হবে। তিনি বলেন নৌকাকে বিজয়ী করে বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলাকে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত করতে হবে। তিনি ১৫ মে পাবনাতে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের আগমন উপলক্ষে সকল আয়োজন সফল ও সার্থক করে তোলার জন্য নেতা কর্মিদের প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন আমি আপনাদের মাঝে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী সুজানগর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আঃ ওহাব, সাবেক সহ-সভাপতি ও সুজানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আঃ কাদের রোকন
সুজানগর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব আঃ জব্বার মাষ্টার
সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও আমিনপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং সাগরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহীন চৌধুরী সুজানগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল
সুজানগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন
সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাজি হেলাল উদ্দিন
সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব রাজা হাসান
সুজানগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও সুজানগর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক রায়হান আলি শেখ মিলন।
সুজানগর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মোঃ সাঈদুর রহমান সাঈদ।
বিশিষ্ট শিল্পপতি ইন্জিনিয়ার নূর মোহম্মদ লিমন।
এ ছারা আরও উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা আওয়ামীলীগ সহ সকল সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।