প্রতিনিধি ১৪ মে ২০২৩ , ৯:১৭:০৪ প্রিন্ট সংস্করণ
এনামুল হক স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা গোলাকান্দাইল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ- রাকিব নামের এক যুবককে গত বছর ২০২২ সালের সেপ্টেম্বর মাসের ২১ তারিখ রাত ৮ টার দিকে প্রকাশে দিবালোকে এলোপাতারি নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে একই এলাকার খুনি দেলোয়ার ও তার সন্ত্রাসী বাহিনীরা।
এই নিহত রাকিব হত্যা মামলার খুনি দেলোয়ার ও তার সন্ত্রাসী বাহিনীর আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে আজ রবিবার নারায়ণগঞ্জ আদালতের সামনে থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মিছিল ও মানববন্ধন করেছে নিহত রাকিবের পরিবার ও এলাকাবাসীরা।
পরে নিহত রাকিবের মানববন্ধনে রাকিবের পরিবারের সদস্যরা জানায়, রাকিব তার নিজস্ব ভূমিতে বাড়ি নির্মাণের কাজ করছে, সেই বাড়ি নির্মাণের কাজকে কেন্দ্র করে একই গ্রামের সন্ত্রাসী ভূমিদস্যু ও চাঁদাবাজ, দেলোয়ার ও তার সন্ত্রাসী বাহিনীরা চাদা দাবি করে রাকিবের কাছে। এতে করে রাকিব চাদা দিতে অস্বীকার কররা কারনে সন্ত্রাসী দেলোয়ার ও তার সহযোগী সজীব, হানজালা, জাকির, আফজাল, ইলিয়াস, সোহেল, সঙ্গবদ্ধভাবে মিলে দেশীয় ধারালো অস্ত্র ছুরি, চাপাতি দিয়ে প্রকাশ্য দিবালোকে এলোপাতারি নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। রাকিবের পরিবার আরো জানায় প্রশাসন এখন পর্যন্ত এই খুনের দীর্ঘ ১০ মাস পরেও সকল আসামিদের আইনের আওতায় নিয়ে আসতে পারেনি, এবং মামলার এজাহারভুক্ত আসামিরা আমাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার কারণে, তাদের শাস্তি ও ফাঁসির দাবিতে আমরা আজকে এই মিছিল ও মানববন্ধন করছি।
এই বিষয়ে নিহত রাকিবের বড় বোন আখি আক্তার জানায়, আমারা আজকে এসপি অফিসের সামনে মানববন্ধন করার পরে আমাকে প্রশাসন ডেকে নিয়ে রাকিব হত্যা মামলার এজাহার ভুক্ত বাকী দুই আসামিকে অতি দ্রুত আইনের আওতায় আনবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা সেই প্রতিশ্রুতি পেয়ে আজকের মতো মানববন্ধন শেষ করলাম।
পরে নিহত রাকিবের আসামিদের গ্রেফতারের বিষয়ে প্রশাসন জানায়, আসামি সে যেই হোক না কেনো আইন সবার জন্য সমান। তবে আমরা মামলায় এজাহার নামধারী ৭জন আসামির মধ্যে ৫ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এবং বাকি দুজন আসামীকেও আমরা গ্রেপ্তার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।