প্রতিনিধি ২২ মে ২০২৩ , ৭:৫৮:৩৩ প্রিন্ট সংস্করণ
মোঃ রোকন মিয়া (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে সারা দেশের ন্যায় স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়ের উদ্যাগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ মে) সকাল দশটায় উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে শেষ করে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সমবেত হয়।
আলোচনা সভায় ভূমি প্রধান সহকারি কর্মকর্তা ইলিয়াস আহমেদ মন্ডলের সঞ্চালনায় সভাপতিত্বসহ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ধরনী বাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এরশাদুল হক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল ইসলাম উপজেলা কৃষি কর্মকর্তা মোশারফ হোসেন ধরনীবাড়ি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যান সমিতির জেলা সভাপতি মাসুদ রানা সরকার বেগমগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ প্রমুখ।
এ সময় উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সকল ভূমি সহকারি কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।