• আরো

    রামগড়ে সাংবাদিকের মাসুদ রানার উপর অতর্কিত হামলা 

      প্রতিনিধি ২ জুন ২০২৩ , ৭:৪৭:৫০ প্রিন্ট সংস্করণ

     

    মো:শাহাদাত হোসেন রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

    খাগড়াছড়ির রামগড়ে সাংবাদিক মো. মাসুদের উপর অতর্কিত হামলা চালিয়েছে রানা নামে এক যুবক। মামুদ দৈনিক তৃতীয় মাত্রা ও দৈনিক গণমুক্তি পত্রিকার রামগড় উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

    শুক্রবার দুপুর তিনটার দিকে মাষ্টারপাড়া নিজ বাড়ীর সামনে এ ঘটনা ঘটে।

    মাসুদ জানায়, গতকাল রাতে তাদের ব্যবসা প্রতিষ্ঠান চিটাগং ফার্নিচার থেকে ফেনীর উদ্দেশ্যে মালামাল নেয়ার জন্য পিকআপে লোড দেয়ার সময় পুলিশের নাম করে গাড়ী আটকিয়ে রানা চাঁদা দাবী করে। এসময় একপ্রকার জোর করে ১৫শত টাকা নিয়ে যায়। পথেমধ্যে পুলিশ গাড়ী থামালে পুলিশকে রানার ঘটনাটি জানায়। রানা বিষয়টি জানতে পেরে মাসুদের উপর অতর্কিত হামলা চালিয়ে তার মাথা ও হাতে জখম করে।

    গুরুতর আহত অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে রামগড় হাসপাতালে ভর্তি করান। বর্তমানে মাসুদ হাসপাতালে চিকিৎসাধীন। মাসুদের পিতা ওয়াজেদ আলী সরদার ছেলের উপর হামলার বিচার চেয়েছেন এবং রামগড় থানায় মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন।

    সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন রামগড়ে কর্তব্যরত সাংবাদিক ও রামগড় উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।মো: শাহাদাত হোসেন৷ রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি: মোবা:০১৭২৯০৪০৫২৬

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ