প্রতিনিধি ৭ জুন ২০২৩ , ৮:২৪:৪৯ প্রিন্ট সংস্করণ
আহসান বরিশাল ব্যুরো :
আজ বুধবার (০৭ জুন) পুলিশ লাইন্স ভোলায় জেলা পুলিশের আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা।
এ সময় তিনি ভোলা জেলা পুলিশের সকল ইউনিটের সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের জন্য পুলিশ সুপারের উপহার হিসেবে গ্রীষ্মকালীন ফল ইউনিট ইনচার্জদের নিকট বিতরণ করেন।
অনুষ্ঠানে জনাব আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব মোঃ মাসুম বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল), জনাব প্রণয় রায় সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), ভোলা ভোলা অস্থায়ী র্যাব ক্যাম্পের ইনচার্জ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব অমিতাভ অপু, অফিসর ইনচার্জ ভোলা সদর মডেল থানা, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখার পুলিশ পরিদর্শক, আর আই পুলিশ লাইন্স, বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য গণ উপস্থিত ছিলেন।