• আরো

    জবি রসায়ন বিভাগের উদ্যোগে ফার্মাসিউটিক্যালস জব সেক্টর বিষয়ক বিশেষ সেমিনার 

      প্রতিনিধি ৭ জুন ২০২৩ , ৮:২৬:২৫ প্রিন্ট সংস্করণ

     

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রসায়ন বিভাগ ফার্মাসিউটিক্যালস জব সেক্টর বিষয়ক বিশেষ সেমিনার আয়োজন করে।

     

    আজ ৭ জুলাই (বুধবার) দুপুর ২ টায় রসায়ন বিভাগের ২১৮ নং কক্ষে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।

     

    অনুষ্ঠানে প্রধান আলোচক হিসবে উপস্থিত ছিলেন জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের পরিচালক ড. এস. এম. রেজাউল আহসান।

     

    অনুষ্ঠানের সূচনা বক্তব্যে রসায়ন বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ড. মো. এ. কে. এম. লুৎফর রহমান বলেন, আমার শিক্ষার্থীরা মানুষের জন্য কাজ করবে, সমাজের কাজ করবে। আমরা তাদেরকে সেভাবে তৈরি করতে চাই, তাদেরকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুললে চাই যেন কর্মক্ষেত্রে আমার শিক্ষার্থীরা সবার থেকে এগিয়ে থাকে। চাকুরী ক্ষেত্রে তারাই যেন প্রথম অপশন হয়।

     

    সেমিনারের প্রধান আলোচক ড. এস. এম. রেজাউল আহসান বলেন, শিক্ষার্থীদেরকে ইংরেজিতে দক্ষ হতে হবে। পাবলিক স্পিকিং ও রিটেন স্কিল ডেভেলপ করতে হবে। এতে জব সেক্টরে তোমরা সবার থেকে এগিয়ে থাকবে। ফার্মাসিউটিক্যালস জবের ক্ষেত্রে আমরা ইংরেজিকে বিশেষ প্রাধান্য দেই।

     

    তিনি বলেন, বর্তমানে ফার্মাসিউটিক্যালসের চাকুরীক্ষেত্র প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের দখলে। সেদিক থেকে তোমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পিছিয়ে। এখানে তোমাদের আরও উন্নতি করতে হবে। তোমাদেরকে প্রেজেন্টেশন, কমিনিউকেশন, লিডারশিপ ইত্যাদি স্কিল ডেভেলপ করতে হবে। পাশাপাশি সিজিপিএ হাই করতে হবে। হাই সিজিপিএ ফার্মাসিউটিক্যালস জবের ক্ষেত্রে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে।

     

    তিনি আরও বলেন, তোমাদেরকে একটা নির্দিষ্ট ফিল্ড ফিল্ড ফিক্সড করে সেই ফিল্ডে তোমাদেরকে দক্ষ করতে হবে। এতে চাকুরীক্ষেত্রে তোমার সাফল্যের সম্ভাবনা বেশি।

     

    রসায়ন বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ড. মো. এ. কে. এম. লুৎফর রহমানের সভাপতিত্বে ও রসায়ন বিভাগ সেমিনার আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আমিনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ