প্রতিনিধি ১৯ জুন ২০২৩ , ৫:৩৯:২৭ প্রিন্ট সংস্করণ
এনামুল হক স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জিটিভির চেয়ারম্যান ও এফবিসিআই’র পরিচালক গোলাম আশরিয়া বাপ্পি’র রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৯ জুন সোমবার দুপুরে উপজেলার পূর্বগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হল রুমে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহেদ আলী।
সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আশিক ইকবাল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর হোসেন, কায়েতপাড়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শ্রী রবি রায়, কায়েতপাড়া ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন, আলতাফ হোসেন, মানিক মিয়া, মোঃ সুরুজ মিয়া, মাছুম মিয়া প্রমূখ।
পরে জিটিভির চেয়ারম্যান ও এফবিসিআই’র পরিচালক গোলাম আশরিয়া বাপ্পি’র রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত শেষে তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।