• আরো

    উল্লাপাড়ায় ঘাটিনা-নলসোন্দা খালের দুই পাড়ের মানুষের পূরণ করলেন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান

      প্রতিনিধি ২০ জুন ২০২৩ , ৭:২৩:০১ প্রিন্ট সংস্করণ

     

    শরিফুল ইসলামঃ-

    উল্লাপাড়ায় ঘাটিনা-নলসোন্দা খালের উপর কাঠের পুলের উদ্বোধন করেন শলপ ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান ইন্জিনিয়ার শওকাত ওসমান। উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের জনগণের দীর্ঘদিনের দাবি বাহিমান-সলপ অঞ্চলের প্রায় ৪০০/৫০০ বিঘার জমির চাষাবাদ, পশুপালন এবং যাতায়াতের নিরসন কল্পে সলপ ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে একটি ব্রীজ প্রতিষ্ঠা করা হয়।

    ঘাটিনা-নলসোন্দা খালের উপরে ৭০ ফুট আরসিসি পিলার ও লোহার এংগেলের উপরে কাঠের এ সেতুটি গত শুক্রবার বিকেলে শুভ উদ্বোধন করেন সলপ ইউনিয়নের চেয়ারম্যান ইন্জিনিয়ার শওকাত ওসমান। এ সময় উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি সদস্য এবং স্থানীয় নারী-পুরুষ সহ খালের দুই পাড়ের সর্বস্তরের জনগণ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ