• আরো

    মাছ-খালী গ্রামের ইতিকথা

      প্রতিনিধি ১ জুলাই ২০২৩ , ৮:২৯:৩৫ প্রিন্ট সংস্করণ

     

     

    বুলবুল হাসান, স্টাফ রিপোর্টার : বর্ষার আগমনী বার্তা নিয়ে ঘাটে বাঁধা নৌকা গুলো অপেক্ষায় দীর্ঘ দিন কর্মহীন থাকা জেলেপল্লীতে খুশির জোয়ার বইছে। এমন দৃশ্য দেখা মেলে মাছ-খালী গ্রামে।

     

    জন্মদাত্রী মায়ের মতো জন্মভূমি গ্রামের সঙ্গে রয়েছে আমাদের আজন্ম নাড়ির বন্ধন।

    আমরা সকলেই আমাদের গ্রামকে মায়ের মতোই ভালোবাসি। মাছ-খালী এটি একটি আর্দশ গ্রাম। জনশ্রুতি রয়েছে এক সময়ে এ খালে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যেতো। প্রচুর পরিমাণ মাছ পাওয়া এবং এখানে খাল থাকায় এ গ্রামের লোকজন গ্রামের নাম করন করেন মাছ-খালী। এক কথায় নদীর খাল ও মাছ কে কেন্দ্র করে গ্রামের নামকরণ করা হয়েছে। এখানের বাসিন্দার একটা অংশ মাছ ধরে জীবিকা নির্বাহ করতো ছিলো জেলে পল্লীও। মাছ- খালী, ঘিউর, মরিচাপাড়া গ্রামে ছিলো জেলে পল্লীগুলো।

    যমুনার কোলঘেষে গড়ে ওঠা এই গ্রামে বিশাল আকৃতির খাল থাকায় বিভিন্ন এলাকা থেকে বড় বড় নৌকা নিয়ে জেলেরা মাছ ধরার জন্য আসতো। সেই সাথে খালে বিশাল আকৃতির ধান চাউলের বানিজ্যিক নৌকা গুলো থাকতো। মাছ-খালী গ্রামের মরিচাপাড়া খালে দেশিয় মাছ টেংরা, পুটি, শোল, বোয়াল, চিংড়ি, কালবাউশ, রিঠা, পাব্দা সহ বিভিন্ন প্রজাতির মাছের জন্য এলাকাটি ছিলো প্রসিদ্ধ। মরিচাপাড়া খাল এক সময়ে ছিলো প্রাকৃতিক মাছের খনি। কালের বিবর্তনে দেশিয় অনেক প্রজাতির মাছ হারিয়ে গেছে।

     

    সরেজমিনে ঘুরে জানা যায় বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের মরিচা পাড়া গ্রামের কিছু অংশ নিয়ে কৈটোলা ইউনিয়নে মাছখালী গ্রাম টি অবস্থিত। এখানে রয়েছে আশ্রয়ন প্রকল্পের গুচ্ছ গ্রাম, মাছ – খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ গ্রামের মাঝ দিয়ে যমুনা নদীর পানি প্রবাহিত হয়ে কাগেশ্বরী নদীতে মিলিত হয়েছে। পানির প্রবাহ নিয়ন্ত্রণে রয়েছে কৈটোলা পাম্পিং স্টেশন। এ পাম্পের মাধ্যমে ই পশ্চিম অংশে পানি সরবরাহ করা হয়।

     

    কৈটোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহসীন উদ্দিন ( পিপুল) বলেন বেড়া উপজেলায় তিনটি আদর্শ গ্রাম রয়েছে তার মধ্য মাছ-খালী অন্যতম। এ গ্রামে শিক্ষার হার অন্য গ্রামের তুলনায় বেশি। যমুনার করাল গ্রাসে মাছ-খালী গ্রামের চারভাগের তিন ভাগ বিলীন হয়ে গিয়েছে। বাকী যে অংশ টুকু রয়েছে সেখানে বসবাসরত বাসিন্দারা বর্ষা মৌসুমে নৌ ডাকাতের ভয়ে জানমালের নিরাপত্তাহীনতায় রাত্রি যাপন করে। এলাকার জনগণ শান্তি প্রিয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ