• আরো

    কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী ফরিদুল ইসলামের পিএইচডি ডিগ্রি অর্জন

      প্রতিনিধি ২৬ জুলাই ২০২৩ , ১০:৫০:১৪ প্রিন্ট সংস্করণ

     

    এম জি রাব্বুল ইসলাম পাপ্পু, কুড়িগ্রাম:

    সরকারি চাকুরীতে প্রথম শ্রেণির একজন কর্মকর্তা হয়েও এবং শত ব্যস্ততার মাঝেও যিনি তার দীর্ঘদিনের লালিত স্বপ্নকে বাস্তবে রুপ দিয়েছেন অর্থাৎ স্বপ্নের পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মোহাম্মদ ফরিদুল ইসলাম। যুক্তরাষ্ট্রের আমেরিকান ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়ার সমাজ বিজ্ঞান অনুষদ থেকে এক্সটারনাল রিসার্চার হিসাবে পাবলিক এ্যাডমিনিস্ট্রেশনে তিনি এই পিএচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর গবেষণার বিষয়বস্তু ছিল- “A Study on Women Participation in Local Government and Sustainable Development in Bangladesh”.

    গবেষণার বিষয়ে দীর্ঘ পর্যালোচনা শেষে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের সুপারিশ মতে বোর্ড অব ট্রাষ্টিস সর্বসম্মতভাবে তাঁকে পিএইচডি ডিগ্রি প্রদান করেন।

    মোহাম্মদ ফরিদুল ইসলাম বিসিএস প্রশাসন ক্যাডারের ১১ ব্যাচের একজন কর্মকর্তা। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ থেকে বিএসসি ইন এগ্রিকালচার ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি প্ল্যান্ট প্যাথলজিতে ১ম শ্রেণীতে মাষ্টার ডিগ্রিও অর্জন করেন। তাঁর দুইটি গবেষণাপত্র আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার স্বপ্ন থাকলেও পিতার ঐকান্তিক ইচ্ছায় ১১ বিসিএস এ প্রশাসন ক্যাডারে নির্বাচিত হওয়ায় শিক্ষক হওয়ার পরিবর্তে হয়ে যান রাষ্ট্রের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা।

    প্রশাসন ক্যাডারে টাংগাইল জেলায় কর্মরত থাকাকালীন তিনি টাংগাইল “ল” কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এল এল বি ডিগ্রি অর্জন করেন। ২০০১ সালে তিনি অস্ট্রেলিয়ান এইড এর অধীনে মাস্টার্স করার জন্য মনোনীত হলেও কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় উক্ত ডিগ্রিটি তিনি শুরু করতে পারেনি। ২০০৫ সালে তিনি ডেফোডিল বিশ্ববিদ্যালয় থেকে সান্ধ্যকালীন কোর্সে এমবিএ (মার্কেটিং) ডিগ্রি অর্জন করেন। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের আওতায় জাইকার অর্থায়নে স্কলারশিপ নিয়ে ৪ বৎসরের পিএইচডি এর জন্য মনোনিত হলেও যথাযথ কর্তৃপক্ষের ছুটি না পাওয়ায় তিনি আর অগ্রসর হতে পারেননি। ২০০৭ সালে লিয়েনে একটি গবেষনা প্রতিষ্ঠানে চাকুরীতে যোগ দেন এবং একইসাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যা বিভাগে পরিবেশ বিষয়ে পিএইচডি কোর্স শুরু করলেও লিয়েন বাতিল হওয়ায় তিনি পিএইচডি কোর্স শেষ করতে পারেননি। ২০০৭ সালে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয় ও নর্দান বিশ্ববিদ্যালয়ের এর অধীন সরকারী মনোনয়নে পাবলিক পলিসি এর উপর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন।

    সরকারী মনোনয়নে প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়ে ২০১১ সালে বাংলাদেশ এবং সিংগাপুরের সিভিল সার্ভিস একাডেমিতে Management At Top-1 (MAAT 1) প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়ে সফলতার সাথে উত্তীর্ণ হওয়ায় তিনি পরবর্তীতে Management At Top-2 ( MAAT 2) এর জন্যে নির্বাচিত হয়ে ২০১৩ সালে Wolven Hamlet University, London এ পড়াশুনা করার সুযোগ পান এবং কৃতিত্ত্বের সাথে উক্ত কোর্স সম্পন্ন করেন। তিনি তাঁর দীর্ঘ কর্মজীবনে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন সভা, সেমিনার ও প্রশিক্ষনে অংশগ্রহণের উদ্দেশ্যে একাধিক দেশ ভ্রমণ করেছেন।

    মোহাম্মদ ফরিদুল ইসলাম বাগেরহাট জেলার সদর উপজেলাধীন বেশরগাতি গ্রামের স্কুল শিক্ষক জনাব মোঃ লতিফর রহমান এর জ্যেষ্ঠ পুত্র। তাঁর অপর চার ভাই-বোন প্রত্যেকেই স্ব-স্ব ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। তাঁর মা হালিমা বেগম ‘রত্নগর্ভা মা’ হিসাবে স্বীকৃতি পেয়েছেন। তার বড়বোন অগ্রণী ব্যাংকের এজিএম কর্মরত ছিলেন, বর্তমানে অবসর ভোগ করছেন। ছোট বোন গৃহিনী। ভাইয়ের মধ্যে রফিকুল ইসলাম জগলু বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবাসী সার্টিফায়েড পাবলিক একাউন্টেট (সিপিএ) এবং সর্বকনিষ্ঠ ভাই জাহিদুল ইসলাম একজন প্রতিষ্ঠিত কম্পিউটার প্রকৌশলী হিসাবে বাংলাদেশে কর্মরত রয়েছেন।

    এদিকে পিএইচডি ডিগ্রি অর্জন করায় শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম। তাঁর পরিবার, শুভাকাঙ্ক্ষী ছাড়াও কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্যগণ, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, কুড়িগ্রাম প্রেসক্লাবের নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ব্যক্তিগত উদ্যোগে তাকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন।

    পিএইচডি ডিগ্রি অর্জনের বিষয়ে জনাব ফরিদুল ইসলামের অনুভূতি জানতে চাইলে কুড়িগ্রাম ট্রিবিউনকে তিনি জানান ‘লক্ষ্য অর্জনে দৃঢ়তা ও একাগ্রতা থাকলে কোন কিছুই বাঁধা হয়ে দাড়াতে পারেনা’ তিনি আরও বলেন । ‘কুড়িগ্রামের মানুষ আমাকে যে ভালোবাসা ও সম্মান দিয়েছে তাতে আমি চিরকৃতজ্ঞ থাকব।

     

     

     

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ