• আরো

    চাটমোহরে এক রাতে চার দোকানে চুরি

      প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৩ , ৫:৫৬:৪৮ প্রিন্ট সংস্করণ

     

    পাবনা সংবাদদাতাঃপাবনার চাটমোহর উপজেলারে এক রাতে ৪ দোকানে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১২ আগস্ট) দিবাগত রাত ১টা সময় উপজেলার হান্ডিয়াল বাজারে এই চুরির ঘটনা ঘটে। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম রেজা রবিবার ঘটনা পরিদর্শন করেছেন। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

    ভুক্তভোগী ও স্থায়ী সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত একটার দিকে হান্ডিয়াল বাজারের মোঃ শাহিন আলম এর মুদিখানা দোকান থেকে ২ ব্যারেল সয়াবিন তেল, শ্রী সুকুমার সাহা’র মুদিখানা দোকান থেকে ১ ব্যারেল সয়াবিন তেল, শ্রী মধু সুদন’র মুদিখানা দোকান থেকে ১ ব্যারেল সয়াবিন ও মোঃ আবু তাহের এর মুদিখানা দোকান থেকে ১ ব্যারেল সয়াবিন তেল চুরি হয়েছে। বাজার পাহারাদারের চোখ ফাঁকি দিয়ে চোর রাতের আধারে দোকানের সামনে রাখা তেলের ব্যারেল (ডাম) চুরি করে নিয়ে যায়। এতে চার ব্যবসায়ীর প্রায় দুই লাখ টাকার তেল চুরি হয়েছে মর্মে ভুক্তভোগীরা দাবি করেন।

    এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী শাহিন আলম বলেন, প্রতিদিনের মতো রাত দশ টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। পরের দিন সকালে খবর পাই বাজারে দোকানে চুরি হয়েছে। এসে দেখি আমার দোকানের সামনে রাখা দুই ব্যালের সয়াবিন তেল চুরি করে নিয়েছে। এ ছাড়াও বাজারের আরো তিনটি দোকান থেকে ও তেল চুরি হয়েছে।

    হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শেখ ফরিদ উদ্দিন বলেন, চুরির ঘটনায় ব্যবসায়ীরা এখন পর্যন্ত কোন অভিযোগ করেনি। এ ঘটনায় পুলিশ ঘটনা¯’ল পরিদর্শন করেছে। অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ