• আরো

    বেড়া পানি উন্নয়ন বোর্ডের জায়গা অবৈধ দখলদারের দখলে

      প্রতিনিধি ১৭ আগস্ট ২০২৩ , ৯:১৩:২৮ প্রিন্ট সংস্করণ

    সরকার আরিফ ইখতেখার :

    বেড়ায় ইছামতি নদীর অভান্তরে আমাইকেলা নামক স্থানে শ্মশান ঘাট সংলগ্ন প্রধান সেচ খাল অবৈধ দখলদারের দখলে । উক্ত এলাকার সচেতন মহল নাম না প্রকাশের অভিযোগে , সাথিয়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) বরাবর নদীর জায়গা ভরাট ও অবৈধ দখল রোধ করার জন্য অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের সত্যতা পেয়ে সাথিয়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ইছামতি নদীতে বালি ভরাট বন্ধ করার জন্য একাধিকবার সরেজমিনে উপস্থিত হন এবং নদীতে বালি ভরাট বন্ধসহ অবৈধ স্থাপনা অপসারণের জন্য কড়া নির্দেশ প্রদান করেন এবং সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে ইছামতি নদীতে বালি ভরাট বন্ধ সহ অবৈধ স্থাপনা অপসারণ করার জন্য অবগত করেন। কিন্তু অবৈধ দখলকারী জনাব মোঃ সাইদুল খাঁ, পিতা মৃত পিরু খাঁ, গ্রাম আমাইকোলা, সাঁথিয়া, পাবনা কোন এক অদৃশ্য শক্তির বলে ইছামতি নদীর ভিতরে বালি-ভরাট করে অবৈধ স্থাপনা তৈরীর কাজ চলমান রেখেছে। এ বিষয়ে বেড়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ ইছামতি নদীতে বালিভরা বন্ধ না করে এবং অবৈধ স্থাপনা অপসারণ না করে শুধুমাত্র উক্ত ব্যক্তিকে নোটিশ জারি করে নীরব রয়েছেন। এভাবে চলমান নদী ভরাট হতে থাকলে এদেশে নদীর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না তাই নদীর পানি প্রবাহ সচল রাখতে প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করছি। এসও কাজ চলমান রয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ