• আরো

    আমিনপুরে জামায়াত-শিবিরের ৫ নেতা-কর্মী গ্রেফতার

      প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৩ , ৪:৪১:৪৭ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব  প্রতিবেদক:-পাবনার আমিনপুরে জামাত- শিবিরের ৫ জন নেতা- কর্মী কে গ্রেফতার করছে থানা পুলিশ। ১৮ই আগষ্ট ( শুক্রবার) রাত ব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের কে গ্রেফতার করে আমিনপুর থানা পুলিশ।

     

     

    গ্রেফতার কৃতরা হলেন:-১.বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতসাখিনী ইউনিয়নের আমির মো: আবু সাইদ (৪৮), পিতা:মৃত- আব্দুল গণি, সাং- টাংবাড়ি,

    ২. বাংলাদেশ জামায়াতে ইসলামীর সক্রিয় সদস্য মো: বাবলু মন্ডল (৩৮), পিতা: সোহরাব মন্ডল, সাং-রুপপুর পশ্চিম পাড়া,

    ৩.বাংলাদেশ জামায়াতে ইসলামীর সক্রিয় সদস্য মো: আব্দুর রাজ্জাক শেখ (৪৫), পিতা: মৃত-আব্দুর রহমান শেখ, সাং- রুপপুর ঘোষপাড়া,

    ৪.বাংলাদেশ জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী মো: ইমরান বিশ্বাস (৩৮), পিতা: আতর আলী বিশ্বাস, সাং- ভাটিকয়া চরপাড়া

    ৫.বাংলাদেশ জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী মো: টিক্কা সরদার (৪৮), পিতা: মৃত- আকবার আলী সরদার, সাং গোবিন্দপুর, সর্বথানা- আমিনপুর, জেলা – পাবনা।

     

     

     

    আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ঘ তৎসহ ১৯০৮ সালের বিষ্ফোরক উপাদানাবলী আইনের ৪ ধারার অপরাধ আইনে থানায় মামলা রুজু পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ