প্রতিনিধি ২৬ আগস্ট ২০২৩ , ৯:৫২:৪৬ প্রিন্ট সংস্করণ
মোঃ আমিনুর রহমান স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলায় হরগজ পূব নগর ১নং ওর্য়াডের মৃত আতিউল্লাল দুই ছেলের ভুক্তভোগী বড় ভাই সলিমুল্লা ছোট ভাই আহসান উল্লার সহিত বসত বাড়ি ও কৃষি জমি জায়গায় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
এ বিষয়ে ভুক্তভোগী ও এলাকাবাসী জানায় বিষয় টি মিমাংসার উদ্দেশ্যে স্থানীয় এলাকার গন্যমান্য বক্তিবর্গ একাধিক বার দুই ভাইকে জমি ভালো ভাবে মাপ দেওয়ার পরামর্শ দেন। কিন্তু ছোট ভাই আহসান উল্লাহ তা তোয়াক্কা না করে ২৫ /০৮ / ২০২৩ ইং তারিখে স্থানীয় বাদল মেম্বার কে সাথে নিয়ে নিজের কাজ ঠিক রেখে ভুক্তভোগী সলিমুল্লার সব গাছ কাটে ছোট আহসান উল্লাহ।
এব্যপারে ইউ,পি সদস্য বাদল এর কাছে গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তিনি এবিষয়ে এক পক্ষের গাছ কাটার বিষয় নিয়ে তিনি এরিয়ে যান।
গাছ কাটার বিষয় নিয়ে মানিকগঞ্জ জেলা সবুজ পরিবেশ আন্দোলনের সভাপতি রাজ্জাক হোসাইন রাজ জানান অপ্রয়োজনে গাছ কাটা দেশের ক্ষতি করা একই সমান। গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে কেহ যদি বিনা কারনে গাছ নিধন করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের সু দৃষ্টি কামনা করছি।
এ বিষয়ে ভুক্তভোগী হাসিনা বেগম সাটুরিয়া থানায় আহসান উল্লাহ কে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ে করেন।
এব্যপারে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুকুমার বিশ্বাস জানান কেহ যদি অন্যায় ভাবে পরের গাছ কাটে তাহলে তার অভিযোগ পেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।