• আরো

    সরকারি হুইল চেয়ার পেয়ে খুশি শিশু শিক্ষার্থী প্রতিবন্ধী শফিকুল

      প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৩ , ৬:৫১:১৭ প্রিন্ট সংস্করণ

     

    মল্লিক জামাল:-

    আজ উত্তর কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থী

    শফিকুল কে সরকারি শিক্ষা সহায়তার আওতায় হুইলচেয়ার প্রদান করা হয়। হুইল চেয়ার প্রদান করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ জাকির হোসেন পল্টু মল্লিক।

    এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন সিকদার ও বিদ্যালয়ের অনান্য শিক্ষক বৃন্দ এছাড়া সামাজ সেবক কাওছার হাওলাদার ও আলমাস সিকদার উপস্থিত ছিলেন।

    হুইল চেয়ার পেয়ে সফিকুলের মা ছালমা বেগম আবেগ তরিত কন্ঠে বলেন মোর পোলায় হাটতে পারেনা মোর কোলে কইরা টানা লাগদে এহন এই হুইল চেয়ার পাইয়া অনেক খুশি। এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিদ্যালয় কতৃপক্ষকে ধন্যবাদ জানান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ