• আরো

    রামগড়ে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু 

      প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২৩ , ৯:১১:০৯ প্রিন্ট সংস্করণ

     

    মোঃশাহাদাত হোসেন রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি:

     

     

    খাগড়াছড়ির রামগড়ে মোঃ আতাউল করিম (সিবলী) (৩৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার।

     

    বুধবার (০৬ সেপ্টেম্বর)দুপুরের দিকে রামগড় পৌরসভার ০৬নং ওয়ার্ডের তৈচালাপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।রামগড় থানার উপ-পরিদর্শক এসআই সামছুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

     

    নিহত সিবলী পৌরসভার তৈচালাপাড়া এলাকার মৃত মোঃ নুরুল করিম মাষ্টারের ছেলে।তিনি পাঁচ মাসের এক মেয়ের জনক।

     

    স্থানীয় এলাকাবাসী জানান, তিনি সাবেক রামগড় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন, তিনি মানসিক সমস্যায় ভূগছিলেন মানসিক চাপ সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন নাকি কেউ তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে সেটা আমরা সঠিক বলতে পারবোনা।

     

    রামগড় থানার পরিদর্শক কাজী মোহাম্মদ জাকারিয়া জানান,বুধবার দুপুরে সিবলী নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর আসে। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে গলায় রশি পেঁচানো অবস্থায় সিবলীর লাশ উদ্ধার করি।লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদরের মর্গে পাঠানো হবে।এ নিয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ