প্রতিনিধি ৯ সেপ্টেম্বর ২০২৩ , ১১:১৯:০৯ প্রিন্ট সংস্করণ
মোঃ রফিকুল ইসলাম ষ্টাফ রিপোর্টার
০৯/০৯/২০২৩ রোজ শনিবার সকাল ১০ ঘটিকায় সুজানগর কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত নাজিরগঞ্জের মেধাবিকাশ কিন্ডারগার্টেনে কিন্ডারগার্টেনের শিক্ষার মানোন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হল।
উক্ত সেমিনারে মেধাবিকাশ কিন্ডারগার্টেনের পরিচালক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সুজানগর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল আজম সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুজানগর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ আঃ রহমান।
এছারা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাতী কিন্ডারগার্টেনের অধ্যক্ষ/ পরিচালক মোঃ উজ্জ্বল হোসেন বর্ণমালা কিন্ডারগার্টেনের পরিচালক মোঃ সাহেব আলি মেধাবিকাশ কিন্ডারগার্টেনের পরিচালক /অধ্যক্ষ উজ্জ্বল সাহা এস এ খান কিন্ডারগার্টেনে অধ্যক্ষ মোঃ কোরবান আলি সহ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের অন্তর্ভুক্ত সকল প্রতিষ্ঠান প্রধানগন।
অনুষ্ঠানে প্রধান অতিথি কিন্ডারগার্টেন শিক্ষা কে যুগোপযোগী করে তোলার জন্য বিশদ আলোচনা করেন।তিনি বলেন কিন্ডারগার্টেনের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ এর জন্য আমরা সুজানগর উপজেলা শিক্ষা অফিসারের সঙ্গে আলাপ আলোচনা করবো এবং বিষয় ভিত্তিক প্রশিক্ষনে যাতে আমাদের অন্তর্ভুক্ত করে সেই বিষয়ে অনুরোধ করবো।এছারা তিনি আরও জানান যে আগামিতে এসোসিয়েশনের মধ্যে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক রযেছেন তাদের মাধ্যমে আমরা আমাদের কিন্ডারগার্টেনের নবিন শিক্ষকদের প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহন করা হবে।যাতে করে শিক্ষার গুনগত মান উন্নত হয়।