প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২৩ , ৫:৫৯:০১ প্রিন্ট সংস্করণ
মোঃ রোকন মিয়া (উলিপুর) কুড়িগ্রাম
আলু কিনতে বাড়তিটাকা গুনতে হচ্ছে নগরবাসীকে গত। এক সপ্তাহের ব্যবধানে বাজার গুলোতে খুচরা বাজারে প্রতি কেজি চাল থেকে ২ থেকে ৫ টাকা কেজিতে ও মসুর ডাল কেজিতে ৫থেকে ১০ টাকা এবং আলু পতি কেজি ৫ থেকে ১০ টাকা বেশি ধরে বিক্রয় হচ্ছে।
নিম্নআয়ের মানুষ যখন মাছ মাংস ও ডিম কিনতে হাঁসফাস তখন দরিদ্র মানুষের ভরসার খাবারগুলো দাম বাড়াই কষ্টে পড়েছেন তারা।
এই বাড়তি দাম তাদের সংসারের খরচ আরো আরও বাড়িয়ে দিয়েছে।চাল দোকানিরা বলেন সরবরাহ কম থাকায় গাড়িতে চালের দাম বেড়েছে উত্তর অঞ্চলে মোকামগুলো থেকে বেশি দামে চাল কিনে আনছেন পাইকারি ব্যবসায়ীরা।
বাজার গুলোতে কাঁচা বাজার এর তালিকায় শসা প্রতি কেজি ৫৫থেকে ৬০ টাকা, কাঁচা মরিচ ১৫০ থেকে ১৬০ টাকা বেগুন ৫০ থেকে ৬০ টাকা প্রতি কেজি দরে বিক্রয় হচ্ছে। লাউ ৪০থেকে ৬০ টাকা বড় ছোট মানভেদে বিক্রয় হচ্ছে ,রসুন ১০০ থেকে ১২০ টাকা ও মুখী কচু ৬০ থেকে ৮০ টাকা,পিয়াজ ১৩০থেকে ১৫০,ও করলা ৫০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রয় হচ্ছে। ঝিঙ্গা কেজি ৪০ ও পেঁপে ১০০ টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে। মিষ্টি কুমড়া কেজি ৫০ থেকে ৭০ টাকা ও শীতকালীন সবজি মুলা ও সিম ৭০ টাকা ও ১০০ টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে, পটল ৫০-৬০টাকা কেজি প্রতি বাড়ছে।
অন্যদিকে বৃষ্টির কারণে চাহিদা বাড়ায় তুলনায় সরবরাহ সংকটের কারণে বাড়তি দামে কিনতে হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য।